অহমদাবাদ বিমান দুর্ঘটনার ছায়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়েও। লাল বলের লড়াইয়ে ইংরেজদের হারিয়ে দেশবাসীর মানসিক ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ভারতীয় ক্রিকেট দল। কঠিন সময়ে দেশবাসীর মুখে হাসি ফোটাতে নিজেদের উজাড় করে দিতে চান শুভমন গিল, ঋষভ পন্থেরা।
বুধবার সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক পন্থ। গত ১৩ জুন অহমদাবাদ-লন্ডন বিমান দুর্ঘটনার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি মানুষ। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এমন শোকের আবহের মধ্যেই আগামী শুক্রবার মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ়। এই পরিস্থিতিতে ইংল্যান্ডকে হারিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান ভারতীয় ক্রিকেটারেরা। পন্থ বলেছেন, ‘‘বিমান দুর্ঘটনায় গোটা ভারত শোকাহত। দুঃখিত। এই পরিস্থিতিতে দল হিসাবে আমরা দেশবাসীর পাশে থাকতে চাই। আমরা শুধু মানুষকে খুশি করতে পারি। এমন মর্মান্তিক ঘটনার সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে। খুবই স্বাভাবিক। আমরা তাঁদের জন্য, দেশের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই।’’
গত ১৪ জুন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের নতুন তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল। আগের দিনই বিমান দুর্ঘটনায় ভারত এবং ইংল্যান্ডের বহু নাগরিকের মৃত্যুর পর অনুষ্ঠান স্থগিত করে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। লিডসে প্রথম টেস্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার নতুন ট্রফি উন্মোচিত হবে। স্বাভাবিক ভাবেই এই সিরিজ়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে বিমান দুর্ঘটনার আবহ। দেশবাসীর কষ্ট কিছুটা লাঘব করতে ২২ গজের লড়াইকেই পাখির চোখ করছে ভারতীয় দল।
আরও পড়ুন:
উল্লেখ্য, দুর্ঘটনার পরের দিন টেস্ট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা খেলা শুরুর আগে নিরবতা পালন করেন। কালো ‘আর্ম ব্যান্ড’ পরে ম্যাচ খেলে মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেন প্যাট কামিন্স, টেম্বা বাভুমারা। একই ভাবে প্রস্ততি ম্যাচ শুরুর আগে শোকজ্ঞাপন করেন ভারতীয় দলের ক্রিকেটারেরাও। অহমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ২৭৫ জনের।