শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনও ব্যাট হাতে দাপট দেখালেন নাজমুল হোসেন শান্তরা। এ দিন ১০ রানের জন্য শতরান হাতছাড়া করলেন লিটন দাস। দিনের শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের রান ৯ উইকেটে ৪৮৪।
মঙ্গলবার শতরান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শান্ত এবং অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় দিন মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক। শান্তর ইনিংস শেষ হল ১৪৮ রানে। দ্বিশতরানের লক্ষ্যে পৌঁছোতে ব্যর্থ হলেন মুশফিকুরও। তাঁর ব্যাট থেকে শেষ পর্যন্ত এল ১৬৩ রানের ইনিংস। শান্ত এবং মুশফিকুর চতুর্থ উইকেটের জুটিতে ২৬৪ রান তুলে আয়োজকদের কোণঠাসা করে দিলেন। শ্রীলঙ্কার চাপ আরও বাড়িয়ে দিলেন ছ’নম্বরে ব্যাট করতে নামা লিটন। ১২৩ বলে তাঁর ৯০ রানের ইনিংসে রয়েছে ১১টি চার এবং ১টি ছয়। পঞ্চম উইকেটে লিটন এবং মুশফিকুরের জুটিতে ওঠে ১৪৯ রান।
এর পর অবশ্য বাংলাদেশের আর কেউ তেমন রান পাননি। জাকের আলি (৮), নাঈম হাসান (১১), তাইজুল ইসলামেরা (৬) পর পর আউট হয়ে যান। দিনের শেষে গলের ২২ গজে অপরাজিত রয়েছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা। তাঁরা কেউই বুধবার কোনও রান করতে পারেননি।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সফলতম মিলন রত্নায়েকে ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন। ৮০ রানে ৩ উইকেট আসিতা ফার্নান্ডোর। এ ছাড়া ১৯৬ রান খরচ করে ৩ উইকেট থারিন্দু রত্নায়েকের।