Advertisement
৩১ মার্চ ২০২৩
Rohit Sharma

India vs England: ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারালেই নয়া নজির অধিনায়ক রোহিতের, ছোঁবেন পন্টিংকে

পন্টিংয়ের বিশ্বরেকর্ড থেকে মাত্র একটি জয় দূরে রয়েছেন অধিনায়ক রোহিত। পন্টিং অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে টানা ২০টি ম্যাচ জিতেছিলেন।

নতুন নজিরের সামনে অধিনায়ক রোহিত।

নতুন নজিরের সামনে অধিনায়ক রোহিত। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১২:১১
Share: Save:

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজিরের সামনে রোহিত শর্মা। ক্রিকেটার বা ব্যাটার হিসাবে নয়, ভারতীয় দলের অধিনায়ক হিসাবে নজির গড়তে পারেন রোহিত। স্পর্শ করবেন রিকি পন্টিংয়ের বিশ্বরেকর্ড। সে জন্য অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে হবে ভারতকে।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে শনিবারই বিরাট কোহলীকে ছুঁয়েছেন অধিনায়ক রোহিত। কোহলীর পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর নজির গড়েছেন। কোহলী ২০১৮ সালে অধিনায়ক হিসাবে ২-১ ব্যবধানে ২০ ওভারের সিরিজ জিতেছিলেন।

পাশাপাশি ভারতও এশিয়ার প্রথম দেশ হিসাবে ইংল্যান্ডের মাটিতে চারটি ২০ ওভারের ক্রিকেট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল। এর আগে শ্রীলঙ্কা ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ডের মাটিতে। উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত শেষ টি-টোয়েন্টি ম্যাচ হেরেছিল ২০১৪ সালে।

দেশের অধিনায়ক হিসাবে শনিবার পর্যন্ত টানা ১৯টি ম্যাচে জয় পেয়েছেন রোহিত। ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারালেই তিনি অধিনায়ক হিসাবে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের নজির গড়বেন। স্পর্শ করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিংকে। ২০০৩ সালে এই নজির গড়েছিলেন পন্টিং। যা এখনও কোনও দেশের কোনও অধিনায়ক স্পর্শ করতে পারেননি।

Advertisement

রোহিতের নেতৃত্বে ভারতের জয়ের ধারা শুরু হয়েছিল ২০১৯ সালে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জয় দিয়ে। সে সময় অবশ্য রোহিত ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক ছিলেন না। ১৯টি জয়ের মধ্যে ১৪টি জয়ই এসেছে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসাবে টানা জয়ের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই করেছিলেন রোহিত। শনিবার নিজের বিশ্বরেকর্ডকেই আরও উন্নত করেছেন।

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতলে স্পর্শ করবেন পন্টিংয়ের বিশ্বরেকর্ড। পরে ইংল্যান্ডের বিরুদ্ধেই এক দিনের সিরিজে তাঁর সামনে সুযোগ থাকবে এ ক্ষেত্রেও নতুন বিশ্বরেকর্ড গড়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.