Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Virat Kohli

Rohit Sharma: পাঁচ বছরে করা কোহলীর রেকর্ড আট মাসে ছোঁয়ার হাতছানি রোহিতের, পাক ম্যাচেই কি হবে নজির?

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে ৩০টি ম্যাচ জিতেছেন কোহলী। রোহিত জিতেছেন ২৯টি। রবিবার পাকিস্তানকে হারালে কোহলীকে ছুঁয়ে ফেলবেন তিনি।

রোহিত শর্মা ও বিরাট কোহলী।

রোহিত শর্মা ও বিরাট কোহলী। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১৭:২৬
Share: Save:

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন মাত্র আট মাস। এই সময়ের মধ্যেই পূর্বসূরি বিরাট কোহলীর নজির ছোঁয়ার সামনে রোহিত শর্মা। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেই সেই কীর্তি করতে পারেন রোহিত।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে কোহলী জিতেছেন ৩০টি ম্যাচ। রোহিত তাঁর থেকে এক ম্যাচ কম। অর্থাৎ রবিবার দুবাইয়ে বাবর আজমদের হারাতে পারলেই কোহলীকে ছুঁয়ে ফেলবেন রোহিত। এ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হল দুই অধিনায়কের ম্যাচের সংখ্যা। কোহলী ৫০টি ম্যাচের মধ্যে ৩০টি ম্যাচ জিতেছেন। অর্থাৎ তাঁর জয়ের হার ৬০.০০ শতাংশ। অন্য দিকে রোহিত মাত্র ৩৫টি ম্যাচে ২৯টিতে জিতেছেন। পাকিস্তানকে হারালে ৩৬টি ম্যাচের মধ্যে ৩০টিতে জিতবেন তিনি। সে ক্ষেত্রে তাঁর জয়ের হার হবে ৮৩.৩৩ শতাংশ।

মহেন্দ্র সিংহ ধোনির পরে ২০১৭ সালের জানুয়ারি মাসে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন কোহলী। তার পরে পাঁচ বছর ধরে সেই দায়িত্ব সামলেছেন তিনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় ছোট ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলী। তার পরে ২০২১ সালের ডিসেম্বর মাসে রোহিতকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়। তাঁর অধিনায়কত্বের বয়স মাত্র আট মাস। কিন্তু এই আট মাসেই পূর্বসূরিকে প্রায় ছুঁয়ে ফেলেছেন তিনি।

টি-টোয়েন্টিতে জয়ের তালিকায় ভারতীয় অধিনায়কদের মধ্যে শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৪১টি ম্যাচ জিতেছেন তিনি। ৭২টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন তিনি। ম্যাচের সংখ্যায় ধোনি এগিয়ে থাকলেও জয়ের হারে তাঁকে টপকে গিয়েছেন রোহিত। ধোনির জয়ের হার ৫৬.৯৪ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE