Advertisement
E-Paper

৫ ভুল: ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হয়ে কোন কোন খামতি স্বীকার করলেন ভারত অধিনায়ক রোহিত

অধিনায়ক হিসাবে সিরিজ় হারের দায় নিয়েছেন রোহিত। এমন হারের পরও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় নিয়ে আশাবাদী তিনি। নিউ জ়িল্যান্ডের প্রশংসা করতেও ভোলেনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৪:৫৪
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ় হার। রোহিত শর্মাদের লজ্জা আরও বাড়িয়েছে ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হওয়া। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এই বিপর্যয়ের প্রধান কারণ হিসাবে ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন ভারতীয় দলের অধিনায়ক। কোন কোন ভুলের জন্য ০-৩ ব্যবধানে সিরিজ় হারতে হল তাও বলার চেষ্টা করেছেন ম্যাচের পর।

ভুল ১: প্রথম ইনিংসের ব‍্যর্থতা

রোহিতের বক্তব্য, ‘‘এই সিরিজ়ে ব্যাটারেরা রান করতে পারেনি। আমরা চেনা পিচ, পরিবেশে খেলতে পারিনি। প্রথম দু’টেস্টের প্রথম ইনিংসে আমরা বড় রান তুলতে পারিনি। শুভমন গিল, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর দেখিয়ে দিয়েছে মুম্বইয়ের পিচে কী ভাবে ব্যাট করা উচিত ছিল। সেটাও পারিনি বাকিরা। জেতার জন্য যথেষ্ট রান করতে হয়। সেটা আমা করতে পারিনি। তাই জিততেও পারিনি। ব্যাটিং ব্যর্থতা অন্যতম কারণ।’’

ভুল ২: শট নির্বাচন

রোহিত বলেছেন, ‘‘আমাদের শট নির্বাচনে অনেক ভুল হয়েছে। তার মূল্য দিতে হয়েছে। কোন বলে কোন শট মারা উচিত, বুঝতে হবে। প্রথম ইনিংসে আমরা ২৮ রানে এগিয়ে ছিলাম। লক্ষ্যে পৌঁছনো অসম্ভব ছিল না। কিন্তু আমরা পারিনি। ভুল শট নির্বাচনই অনেকটাই দায়ী। নিজেও খারাপ ব্যাট করেছি।’’

ভুল ৩: কৌশল

রোহিতের বক্তব্য, ‘‘এই সিরিজ়ে আমরা প্রচুর কৌশলগত ভুল করেছি। বেশ কিছু বিষয় আমাদের পক্ষে আসেনি। এত ভুল হলে জেতা যায় না। আমাদের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। দল হিসাবে আমরা ব্যর্থ।’’

ভুল ৪: নেতৃত্ব

রোহিতের বক্তব্য, ‘‘অধিনায়ক হিসাবে এটাই আমার সবচেয়ে খারাপ সিরিজ়। বেশ কয়েকটা সিদ্ধান্ত ভুল নিয়েছি। অধিনায়ক হিসাবে নিজের সেরাটা দিতে পারিনি। এই ব্যর্থতার দায় নিচ্ছি।’’

ভুল ৫: বোলিং

রোহিতের বক্তব্য, ‘‘আমাদের বোলরেরা চেষ্টা করেছে। কিন্তু নিউ জ়িল্যান্ড অনেক ভাল বোলিং করেছে। পিচকে কাজে লাগিয়েছে ওরা। চেনা পরিবেশ, পিচ পেয়েও আমরা ততটা পারিনি।’’

ভুল স্বীকার করলেও আগামী অস্ট্রেলিয়া সিরিজ় নিয়ে রোহিত আশাবাদী। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘এর পর আমাদের অস্ট্রেলিয়া সিরিজ় রয়েছে। আমাদের অনেকে ওখানে আগে খেলেছে। অনেকে এই প্রথম খেলবে। সকলের কাছেই পাঁচ টেস্টে এই সিরিজ় বড় চ্যালেঞ্জ। তবে পর পর দু’বার আমরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় জিতেছি। সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গে থাকবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘জীবনে কিছুই সহজে অর্জন করা যায় না। সাফল্যের মতো ব্যর্থতাও আসে। সে েজন্য হাল ছাড়তে নেই। পালিয়ে যেতে নেই। ছোট থেকে এটাই শিখেছি।’’

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভরাডুবির পর সতর্ক রোহিত বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে আমাদের সব ভুল চিহ্নিত করতে হবে। আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে নিতে হবে। কোচিং স্টাফ, ক্রিকেটার সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের তো সামনে তাকাতেই হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘টেস্ট ম্যাচ বা সিরিজ় হার সহজে মেনে নেওয়া যায় না। এই হারটাও সহজে হজম হবে না। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই ধরনের পিচ আমাদের অচেনা নয়। গত তিন-চার বছর ধরে এমন পিচেই আমরা খেলছি। এই পারফরম্যান্স দুর্ভাগ্যজনক।’’

নিজেদের ব্যর্থতা, ভুলের পাশাপাশি নিউ জ়িল্যান্ডের প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘নিউ জ়িল্যান্ড আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। অনেক ভাল ব্যাট করেছে। অনেক ভাল বল করেছে। সে জন্যই ওরা জিতেছে। এটা ওদের কৃতিত্ব। নিউ জ়িল্যান্ড নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন। সেই মতো পরিকল্পনা করে খেলে। গত পাঁচ-সাত বছর ধরে ধারাবাহিক ভাবে ভাল খেলছে ওরা। বিশ্বের সর্বত্র ওদের পারফরম্যান্স ভাল। আইসিসির প্রতিযোগিতাগুলোতেও সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত উঠেছে। সব মিলিয়ে নিউ জ়িল্যান্ড অনেক উন্নতি করেছে।’’

New Zealand tour of India 2024 Test Series Rohit Sharma Fault
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy