Advertisement
১৯ এপ্রিল ২০২৪
T20 Series

India Vs New Zealand 2021: নিউজিল্যান্ড সিরিজ থেকে কী কী পেল ভারত, ইডেনে বসে জানালেন রোহিত শর্মা

দলের দুই ক্রিকেটার অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও তরুণ বেঙ্কটেশ আয়ারের প্রশংসা শোনা গেল রোহিতের মুখে। দলের ফিল্ডিংয়েরও প্রশংসা করেন তিনি।

ম্যাচ শেষে কী বললেন হিটম্যান

ম্যাচ শেষে কী বললেন হিটম্যান ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৩:২৫
Share: Save:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত জয় পেয়েছে ভারত। কিউয়িদের চুনকাম করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আর তার পরে সাংবাদিক বৈঠকে গিয়ে দলের বিশ্লেষণ করলেন রোহিত। এই সিরিজ থেকে ভারতের জন্য কী কী ইতিবাচক দিক পাওয়া গেল, তা জানালেন ভারত অধিনায়ক।

ম্যাচ শেষে দলের দুই ক্রিকেটার অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও তরুণ বেঙ্কটেশ আয়ারের প্রশংসা শোনা গেল রোহিতের মুখে। দলের ফিল্ডিংয়েরও প্রশংসা করেন তিনি। রোহিত বলেন, ‘‘ব্যাটার হিসাবে আয়ারের একটা নির্দিষ্ট ভূমিকা ঠিক করেছি আমরা। আইপিএল-এ নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করে আয়ার। সেটা এই দলে সম্ভব নয়। তাই ওকে বলা হয়েছে পাঁচ, ছয় বা সাত নম্বরে ব্যাট করতে হবে। সে ভাবেই নিজেকে প্রস্তুত করছে আয়ার।’’

ভারতের হয়ে এক জন ভাল অলরাউন্ডার হয়ে উঠতে পারেন আয়ার, এমনটাই মনে করেন অধিনায়ক। হিটম্যান বলেন, ‘‘আয়ারকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভাল ভাবে পালন করেছে। ব্যাট করার সময় ওকে সাবলীল দেখিয়েছে। মাঝের ওভারে কার্যকরী বল করতে পারে। ব্যাটে-বলে দলের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারে আয়ার।’’

সাদা বলের ক্রিকেটে অশ্বিনের প্রত্যাবর্তনের প্রশংসা করেন রোহিত। তিনি বলেন, ‘‘আমরা সবাই জানি অশ্বিন কী মানের বোলার। লাল বলের ক্রিকেটে ও আগেই নিজের জাত চিনিয়েছে। টি২০ ক্রিকেটেও অশ্বিনের বোলিং দেখে ভাল লাগছে। আমার কাছে ও সব সময় আক্রমণের একটি বিকল্প। কঠিন সময়ে ওর উপর ভরসা করতে পারি। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে উইকেট এনে দেয় অশ্বিন।’’

নিউজিল্যান্ড সিরিজে দলের ফিল্ডিং যথেষ্ট ভাল হয়েছে বলে মনে করেন রোহিত। তিনি বলেন, ‘‘প্রতিটি ম্যাচে ভাল ফিল্ডিং করেছি। ইডেনে অন্তত ১৫ থেকে ২০ রান বাঁচিয়েছি। দু’টো রানআউট হয়েছে। তার প্রভাব দলের ফলে দেখা গিয়েছে। একটি দল হিসাবে ফিল্ডিংকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাইছি। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE