নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত জয় পেয়েছে ভারত। কিউয়িদের চুনকাম করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আর তার পরে সাংবাদিক বৈঠকে গিয়ে দলের বিশ্লেষণ করলেন রোহিত। এই সিরিজ থেকে ভারতের জন্য কী কী ইতিবাচক দিক পাওয়া গেল, তা জানালেন ভারত অধিনায়ক।
ম্যাচ শেষে দলের দুই ক্রিকেটার অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও তরুণ বেঙ্কটেশ আয়ারের প্রশংসা শোনা গেল রোহিতের মুখে। দলের ফিল্ডিংয়েরও প্রশংসা করেন তিনি। রোহিত বলেন, ‘‘ব্যাটার হিসাবে আয়ারের একটা নির্দিষ্ট ভূমিকা ঠিক করেছি আমরা। আইপিএল-এ নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করে আয়ার। সেটা এই দলে সম্ভব নয়। তাই ওকে বলা হয়েছে পাঁচ, ছয় বা সাত নম্বরে ব্যাট করতে হবে। সে ভাবেই নিজেকে প্রস্তুত করছে আয়ার।’’