অবশেষে প্রকাশ্যে এল ‘রোহিত শর্মা স্ট্যান্ড’। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩ নামে এত দিন যা পরিচিত ছিল, শুক্রবার থেকে সেটাই পরিচিত হবে নতুন নামে। রোহিতের বাবা-মা সেই স্ট্যান্ডের উদ্বোধন করলেন। তাঁরা চোখের জল ধরে রাখতে পারেননি। মঞ্চে ছিলেন রোহিতের স্ত্রী রিতিকা। রোহিতের নাম ঘোষণা হতেই তিনিও কেঁদে ফেলেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে একটি বোতাম টিপে স্ট্যান্ড উদ্বোধন করার কথা ছিল রোহিতের। কিন্তু তিনি মঞ্চ থেকে নেমে বাবা গুরুনাথ এবং মা পূর্ণিমাকে ডেকে নেন। তাঁদের এগিয়ে দেন। তাঁরাই ফড়ণবীসের সঙ্গে বোতাম টিপে স্ট্যান্ডের উদ্বোধন করেন। মঞ্চে মহারাষ্ট্র সরকারের মন্ত্রীরাও ছিলেন।
রোহিতের স্ট্যান্ডে বড় মাপের দু’টি পোস্টার ছিল। দু’টিতেই তাঁর টেস্ট জার্সি পরার ছবি ছিল। টেস্ট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন রোহিত।
আরও পড়ুন:
স্ট্যান্ড উদ্বোধন করার পর রোহিত বলেন, “আজ যা হচ্ছে তা কোনও দিন স্বপ্নেও দেখিনি। ছোটবেলায় মুম্বইয়ের হয়ে এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। কেউ এ সব জিনিস আগে থেকে ভাবে না। বাকি ক্রীড়াবিদদের মতো আমারও বরাবর লক্ষ্য ছিল দেশের হয়ে সেরাটা দেওয়া। দেশের সেবা করা। সেটা করতে গিয়ে জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যায়। অনেক মাইলফলক তৈরি হয়। তবে এ ধরনের সম্মান (স্ট্যান্ড) আলাদা অনুভূতি এনে দেয়।”
রোহিত আরও বলেছেন, “কিংবদন্তি এবং বিশ্বের সেরা রাজনৈতিক নেতাদের পাশে আমার নাম দেখতে পেয়ে যে অনুভূতি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। সবার কাছে আমি কৃতজ্ঞ, সম্মানিত। খেলতে খেলতেই এই সম্মান পেয়েছি। দুটো ফরম্যাট থেকে বিদায় নিলেও একটা ফরম্যাটে খেলছি। ২১ তারিখ দিল্লির বিরুদ্ধে এই ম্যাচ খেলতে নামলে খুব আলাদা অনুভূতি হবে।”
রোহিতের মতে, “ভারত যে কোনও দলের বিরুদ্ধেই খেলতে নামুক এই মাঠে। তখন অনুভূতিটা আরও ভাল হবে। বাবা, মা, ভাই, স্ত্রীর সামনে এই সম্মান পেয়ে খুব ভাল লাগছে। যাঁরা আমার জন্য আত্মত্যাগ করেছেন তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। মুম্বই ইন্ডিয়ান্সের গোটা দল এখানে রয়েছে। ওরা অপেক্ষা করছে কখন আমার বক্তৃতা শেষ হবে এবং ওরা অনুশীলন শুরু করতে পারবে।”
অনুষ্ঠানে ছিলেন রবি শাস্ত্রী। তিনি রোহিতকে জড়িয়ে ধরেন। মজা করে বলেন, ‘‘তোমার নামে স্ট্যান্ডে ছক্কা মারতে হবে।’’
পরিবারকে ধন্যবাদ জানিয়ে রোহিত বলেন, ‘‘যাঁরা আমার জন্য সারা জীবন আত্মত্যাগ করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’’ পরিবার ছাড়াও রোহিত ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি শরদ পওয়ার এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে।
অনুষ্ঠান শেষে রোহিতের মাতৃভক্তিরও পরিচয় পাওয়া যায়। তিনি নিজে মাকে স্টেডিয়াম থেকে বার করে গাড়িতে তুলে দেন। নিরাপত্তারক্ষীরা থাকলেও রোহিত নিজেই দর্শক এবং সাংবাদিকদের সরিয়ে দেন।