এক সপ্তাহ স্থগিত থাকার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে আবার শুরু হচ্ছে আইপিএল। শনিবার জিতলেই প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে বেঙ্গালুরুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সম্ভবত আরসিবিকে খেলতে হবে অধিনায়ক রজত পাটিদারকে ছাড়াই।
গত ৩ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন পাটিদার। ৯ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে আরসিবি কর্তৃপক্ষ জানিয়ে দেন, ঋষভ পন্থদের বিরুদ্ধে খেলতে পারবেন না পাটিদার। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন জীতেশ শর্মা। ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে সেই ম্যাচ হয়নি। সে দিনই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পাটিদারের সেই চোট এখনও সারেনি। খেলার মতো অবস্থায় নেই আরসিবি অধিনায়ক। তাঁর আঙুলে এখনও ব্যান্ডেজ বাঁধা রয়েছে। হালকা অনুশীলন শুরু করলেও ব্যাটিং করতে সমস্যা হচ্ছে। আরসিবির ব্যাটিং কোচ দীনেশ কার্তিক পাটিদারের উপর নজর রাখছেন। বৃহস্পতিবার নেটে পাটিদারকে থ্রো ডাউন দেওয়া হয়। আরসিবি অধিনায়ক সব রকম শট মারতে পারছেন। তবে কিছু ক্ষেত্রে জোরে মারতে সমস্যা হচ্ছে। তাই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ পর্বে পাটিদারকে নিয়ে উদ্বেগ কমলেও ঝুঁকি নিতে চাইছেন না বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
আশা করা হচ্ছে, আগামী ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারবেন পাটিদার। বেঙ্গালুরু অধিনায়কের চোট শনিবারের ম্যাচে বাড়তি সুবিধা দিতে পারে অজিঙ্ক রাহানেদের। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এই সুবিধা কাজে লাগাতে পারবে কেকেআর শিবির?