আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই শেষ বার জাতীয় দলের জার্সি গায়ে নামবেন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলর। ক্রাইস্টচার্চে ঘরের মাঠে ছিল শেষ টেস্ট। মাঠে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না টেলর। কান্নায় ভেঙে পড়লেন তিনি।
ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি টেলর। সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় বার বার ক্যামেরা যায় তাঁর দিকে। আর সেখানেই দেখা যায় ঠিক মতো জাতীয় সঙ্গীতও গাইতে পারছেন না টেলর। অনেক চেষ্টা করেন নিজেকে ধরে রাখতে। কিন্তু শেষ মুহূর্তে আর পারেননি। কেঁদে ফেলেন।