সিরিজের শেষ টেস্টেও কি ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? কেমন থাকবে কেপটাউনের আবহাওয়া। প্রথম দু’টেস্টে বৃষ্টি হওয়ায় তৃতীয় টেস্টের আগে এই প্রশ্ন আরও বেশি করে উঠছে। ফের বৃষ্টির প্রভাব কি পড়তে পারে খেলার উপর। কী বলছে দক্ষিণ আফ্রিকার হাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, টেস্টের বেশির ভাগ সময়ই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। প্রথম দিনের প্রথম সেশনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ শুরুতেই বৃষ্টির জেরে খেলা শুরু হতে দেরি হতে পারে। মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত বৃষ্টির দাপট থাকলেও তার পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে। তবে প্রথম দিন আকাশে মেঘের আধিক্য বেশি থাকবে।