Advertisement
১৬ জুন ২০২৪
Salman Butt

Salman Butt: বিনয়ী মালিক শাহরুখ, বলে দিলেন বাট

সালে প্রথম বার আইপিএলের সময় ১১ জন পাকিস্তানের ক্রিকেটার খেলেছিলেন বিভিন্ন দলে।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ০৮:৩১
Share: Save:

সালে প্রথম বার আইপিএলের সময় ১১ জন পাকিস্তানের ক্রিকেটার খেলেছিলেন বিভিন্ন দলে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পরের বছর থেকে তাঁদের বাদ দেওয়া হয় আইপিএল থেকে। এঁদের মধ্যে কেকেআরে ছিলেন সলমন বাট। প্রাক্তন পাক ক্রিকেটার স্মৃতিচারণ করেছেন নাইটদের মালিক শাহরুখ খান সম্পর্কে। তাঁর মতে, শাহরুখ খানের মতো বিনয়ী ফ্র্যাঞ্চাইজ়ি মালিক খুব কমই দেখতে পাওয়া যায়। নিজের ইউটিউব চ্যানেলে সেই কাহিনি শুনিয়েছেন তিনি।

সলমানের কথায়, ‍‘‍‘সে বার নাইটদের প্রত্যেক ক্রিকেটারের হাতে হেলমেট তুলে দিয়েছিল শাহরুখ। খুব ভারী ছিল সেই হেলমেট। অনুষ্ঠানে হাজির ছিল নাইটদের আর এক মালিক জুহি চাওলাও।’’সে বার সলমন বাট ছাড়াও শোয়েব আখতার, উমর গুল এবং মহম্মদ হাফিজ়ও ছিলেন কেকেআরে। সলমন বলেছেন, ‍‘‍‘এখনও মনে আছে, শাহরুখের সঙ্গে ড্রেসিংরুমে প্রথম বার আলাপের মুহূর্তটা। গোটা দল সোফায় বসেছিল। শাহরুখ কিটব্যাগে গা এলিয়ে দিয়ে কথাবার্তা চালাচ্ছিল সবার সঙ্গে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Salman Butt Shah Rukh Khan IPL pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE