আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে কিনেছে বৈভব সূর্যবংশীকে। অনুশীলনে ১৩ বছরের সেই বৈভব একের পর এক ছক্কা মারছেন। আইপিএলের বিজ্ঞাপনে তাঁকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি এবং সঞ্জু স্যামসনকে। আইপিএল শুরু হওয়ার পর সেই বৈভব চর্চার কেন্দ্রে থাকতে পারেন কি না সে দিকে নজর থাকবে।
বৈভব সম্পর্কে সঞ্জু বলেন, “এখনকার ছেলেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব নেই। সকলে খুব সাহসী। জানে ভারতীয় ক্রিকেটে এখন প্রতিযোগিতা কোন পর্যায়। তরুণ ক্রিকেটারদের খেলা দেখতে আমি পছন্দ করি। কেমন ভাবে খেলতে পছন্দ করে সেটা বোঝার চেষ্টা করি। কোন ধরনের সাহায্য দরকার সেটা বুঝি। তার পর আমি মতামত জানাই। বৈভব খুবই আত্মবিশ্বাসী। একের পর এক ছক্কা মারছিল। মানুষ জন ইতিমধ্যেই ওর বড় শট মারার ক্ষমতা নিয়ে কথা বলতে শুরু করেছে। এর চেয়ে ভাল আর কী হতে পারে। বৈভবের শক্তি বুঝে আমি ওর পাশে বড় দাদার মতো থাকতে চাই।”
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ টেস্টে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের নজির গড়েছিল বৈভব। ৫৮ বলে শতরান করেছিল। সেই ম্যাচ দেখেই নিলামে বৈভবকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। রাজস্থানের অধিনায়কের কথায়, “ওই ম্যাচের পুনঃসম্প্রচার আমি দেখেছি। রাজস্থান দলের সিদ্ধান্ত যাঁরা নেন, তাঁরা চেন্নাইয়ে ওই টেস্ট ম্যাচ দেখেছেন। ৬০-৭০ বলে শতরান করেছিল বৈভব। যে শটগুলো ও খেলেছিল তাতে মনে হয়েছিল ওর মধ্যে একটা ব্যাপার রয়েছে। এই ধরনের ক্রিকেটারের পাশেই আমরা দাঁড়াতে চাই। দেখতে চাই ওরা কতদূর যেতে পারে।”