ওজন ঝরিয়ে ফেলে আগেই একটা বার্তা দিয়েছিলেন তিনি। এ বার ব্যাট হাতেও ঝড় তুললেন সরফরাজ় খান। বুচি বাবু প্রতিযোগিতায় ঝোড়ো শতরান করলেন তিনি। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ১১৪ বলে ১৩৮ করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন তিনি।
মুশির খান এবং হর্ষ আঘব দ্রুত আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সরফরাজ়। মুম্বইয়ের স্কোর তখন ৯৮ রানে ৩ উইকেট। শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন তিনি। নিজের ইনিংসে ১০টা চার এবং ৬টা ছয় মেরেছেন সরফরাজ়। ১৩৮ রানের মাথায় আহত এবং অবসৃত হয়ে সাজঘরে ফিরে যান। দিনের শেষে মুম্বই ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলেছে।
মুম্বইয়ের অধিনায়ক আয়ুষ মাত্রে ১৩ রানে আউট হন। সরফরাজ়ের ভাই মুশির করেন ৩০। চতুর্থ উইকেটে সুবেদ পারকরের সঙ্গে ১৫.১ ওভারে ৭২ রান যোগ করেন। তার পর আকাশ পারকরের সঙ্গে ১০০ রানের বেশি জুটি গড়েন। আকাশ ৬৭ রান করেন।
ইংল্যান্ড সিরিজ়ে নির্বাচকেরা নেননি সরফরাজ়কে। এর পরেই ফিটনেসের দিকে নজর দেন এই ব্যাটার। ১৭ কিলো ওজন ঝরিয়ে অনেক ফিট হয়ে গিয়েছেন। ভারতের মূল দলে সুযোগ না পেলেও ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডে খেলে এসেছেন। একটা ম্যাচে ৯২ রান করেছিলেন।
আরও পড়ুন:
গত বছর শেষ বার ভারতের হয়ে টেস্টে খেলেছিলেন সরফরাজ়। নিউ জ়িল্যান্ড সিরিজ়ে প্রথম টেস্টে ১৫০ রান করলেও বাকি সিরিজ়ে ছাপ ফেলতে পারেননি। এর পরেই দল থেকে বাদ পড়েন। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলবে ভারত। সেই সিরিজ়ের আগেই নির্বাচকদের বার্তা দিয়ে রেখেছেন সরফরাজ়।