বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ দেখতে এলেন মুম্বই ইন্ডিয়ানস ও পঞ্জাব কিংসের স্কাউটরা। মুম্বই দল থেকে এসেছেন রুদ্রপ্রতাপ সিংহ ও সৌরভ তিওয়ারি। পঞ্জাব দল থেকে এসেছেন বিক্রম হস্তির।
মঙ্গলবার প্রথম ম্যাচে সোবিস্কো স্ম্যাশার্স মালদা ৯ উইকেটে হারায় মুর্শিদাবাদ কিংসকে। অপরাজিত ৭৮ রান ঋত্বিক চট্টোপাধ্যায়ের। তিন উইকেট মুকেশ কুমারের। অন্য ম্যাচে শ্রাচি রার টাইগার্সকে আট উইকেটে হারায় রাশমি মেদিনীপুর উইজ়ার্ডস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)