শেষ পর্যন্ত কি ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে হবে বাংলাদেশকে? যাতে এ দেশে তাদের খেলতে আসতে না হয়, তার জন্য সব রকম চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবারের বৈঠকে আইসিসিকে গ্রুপবদলের প্রস্তাবও দিয়েছে তারা। কিন্তু তাতে সাড়া মেলেনি। জানা গিয়েছে, আইসিসি এই পরিস্থিতিতে গ্রুপবদলের কথা ভাবছে না।
‘ক্রিকবাজ়’ একটি রিপোর্টে এ কথা জানিয়েছে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিক তাদের বলেছেন, “আইসিসি আমাদের নিশ্চিত করেছে যে, বিশ্বকাপের সূচিতে কোনও বদল হবে না। আমরা গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে অবশ্য আইসিসি এখনও কিছু বলেনি।
শনিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছিল বিসিবি কর্তাদের। তার পরে একটি বিবৃতি দেয় বিসিবি। সেখানে লেখা, “আলোচনার সময় বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে, বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিয়েও বোর্ড উদ্বিগ্ন। পাশাপাশি সমর্থক ও গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিয়েও চিন্তিত বোর্ড।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে প্রত্যেকে আগ্রহ দেখিয়েছেন। বিসিবি প্রস্তাব দিয়েছে, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখা হোক। শ্রীলঙ্কায় সব ম্যাচ হলে ক্রিকেটের সরঞ্জাম নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।”
শনিবার বাংলাদেশ বোর্ডের সঙ্গে বৈঠক করতে ঢাকায় যান আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। অনলাইনে বৈঠকে ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। প্রত্যাশিত সময়ে ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি।
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মহম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। সেখানেই নিজেদের প্রস্তাব দেয় বিসিবি।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে বাংলাদেশ। সেখানকার বাকি চার দল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, নেপাল ও ইটালি। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, বাংলাদেশ চাইছে গ্রুপ বি-তে যেতে। সেখানে আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করতে চাইছে বাংলাদেশ। যদি তেমনটা হয়, তা হলে নতুন গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জ়িম্বাবোয়ে ও ওমানের বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায় রয়েছে। বাংলাদেশের এই প্রস্তাবের নেপথ্যে সেই কারণও রয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
তবে ‘ক্রিকবাজ়’-এর রিপোর্ট অনুযায়ী, আইসিসি যদি গ্রুপবদল না করে তা হলে নির্ধারিত সূচি মেনেই খেলতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে তাদের চারটি ম্যাচের তিনটি রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। একটি ম্যাচ রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। এখন দেখার, এই বিষয়ে আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।