ব্যক্তিগত ব্যস্ততার কারণে কেকেআরের ম্যাচে মাঠে থাকতে পারছেন না শাহরুখ খান। তবে দলের খেলার প্রতি নজর রয়েছে আগের মতোই। শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংসকে আট উইকেটে গুঁড়িয়ে দেওয়াও তিনি দেখেছেন। তার পরেই এক বার্তায় দলকে জানিয়েছেন, মন ভরে পার্টি করতে। একই সঙ্গে জানিয়েছেন, কলকাতা-চেন্নাই ম্যাচের হাইলাইট্স (পুনঃসম্প্রচার) তিন বার দেখবেন।
আগের মতোই ম্যাচের পর শাহরুখের বার্তা পড়ে শুনিয়েছেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। শাহরুখ বলেছেন, “তোমাদের নিয়ে আর নতুন করে কী বলব? আমরা আজ চ্যাম্পিয়নের মতো খেলেছি। সুনীল ঠিক সেটাই করছে যেটা ও সবচেয়ে ভাল করতে পারে। বার বার সেই কাজ করে দেখাচ্ছে। মইন ভাই, দারুণ খেলেছ। তোমার উপস্থিতিই গোটা দলকে শান্ত রাখার জন্য যথেষ্ট।”
শাহরুখের সংযোজন, “বরুণ, দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি যে ক্যাচটা তুমি নিয়েছ সেটা কারও নজর এড়ায়নি। ওটা কেকের উপর চেরির মতো ছিল। বৈভবের পরিশ্রম তারিফযোগ্য। সব সময় একটা পরিকল্পনা করে নামে এবং দরকারের সময় সেটা কাজে লাগায়। এতেই প্রমাণিত হয় যে কঠোর পরিশ্রম কখনও বৃথা যায় না।”
আরও পড়ুন:
হর্ষিতকে নিয়েও মজা করতে ছাড়েননি শাহরুখ। নারাইন যাতে অবশ্যই হর্ষিতকে নৈশভোজে নিয়ে যান, সেটাও উল্লেখ করেছেন। শাহরুখ আরও বলেছেন, “কুইনি, ভাল লেগেছে আবার তোমার বড় বড় শট গ্যালারিতে পড়তে দেখে। অসাধারণ খেলেছ রিঙ্কু। অজিঙ্ক, অধিনায়কত্ব, ব্যাটিং এবং অসাধারণ ফিল্ডিংয়ের জন্য তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি দারুণ নেতা এবং পরিপূর্ণ অলরাউন্ডার।”
একদম শেষে শাহরুখ নিজের ইচ্ছা প্রকাশ করেছেন। বলেছেন, “সবাই মিলে দারুণ পার্টি করো। আপাতত আমি ঠান্ডা পুলে একটা ডুব দেব এবং তিন বার ম্যাচটার হাইলাইট্স দেখব।