চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশের মুখ পোড়ালেন পাকিস্তানের ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিবাদে জড়ালেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজ়কের সঙ্গে ধাক্কাধাক্কি হল পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির। আবার টেম্বা বাভুমাকে আউট করে তাঁর দিকে তেড়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটারেরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ় খেলছে পাকিস্তান। ফাইনালে উঠতে হলে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে। সেই কারণেই হয়তো বেশি আগ্রাসন দেখানোর চেষ্টা করেন পাক ক্রিকেটারেরা। মাঠে দু’বার বিবাদে জড়াল তাঁরা।
দক্ষিণ আফ্রিকার ব্রিটজ়কের বিরুদ্ধে বল করছিলেন শাহিন। তাঁর একটি বল ডিফেন্স করে শাহিনের দিকে তাকিয়ে ব্যাট চালানোর ভঙ্গি করেন ব্রিটজ়কে। বিষয়টি ভাল ভাবে নেননি শাহিন। সেই ওভারের শেষ বলে দৌড়ে এক রান নিতে যান ব্রিটজ়কে। শাহিন হঠাৎ করে তাঁর সামনে চলে আসেন। ফলে দুই ক্রিকেটারেরা ধাক্কা লাগে। আর একটু হলে ব্রিটজ়কে পড়ে যেতেন। তিনিও বিষয়টি ভাল ভাবে নেননি। শাহিনের দিকে তাকিয়ে কিছু বলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। পাল্টা দেন শাহিনও। দু’জনে একে অপরের কাছে চলে আসেন। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে।
আরও পড়ুন:
পরে আরও একটি বিবাদে জড়ান পাক ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ভাল খেলছিলেন। একটি বল পয়েন্ট অঞ্চলে খেলে এক রান নিতে যান তিনি। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যাটার তাঁকে ফেরত পাঠান। বাভুমা ক্রিজ়ে ফেরার আগেই সাউদ শাকিল সরাসরি থ্রোয়ে বাভুমাকে রান আউট করেন।
বাভুমা হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন। তখনই দেখা যায় শাকিল, কামরান গুলাম ও বাবর আজ়ম বাভুমার দিকে তেড়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের মুখের কাছে উল্লাস করতে থাকেন তাঁরা। দেখে বোঝা যাচ্ছিল, বাভুমাকে আউট করে তাঁরা কতটা উত্তেজিত। বিষয়টি ভাল ভাবে নেননি বাভুমা। মাথা নাড়তে নাড়তে ফিরে যান তিনি। নিজেদের দেশের মাঠে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে এই ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটারেরা।
বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিার স্যাম কনস্টাসকে আউট করে তাঁর দিকে তেড়ে গিয়েছিলেন জসপ্রীত বুমরা। কনস্টাসের মুখের কাছে উল্লাস করেছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিল। পাকিস্তানের ক্রিকেটারেরাও সেই একই কাজ করলেন।