Advertisement
০২ মে ২০২৪
Pakistan Cricket

অস্ট্রেলিয়ায় পৌঁছে কেন ব্যাগ বইতে হয়েছিল বাবরদের, দু’দিন পরে ফাঁস করলেন পাকিস্তানের পেসার

অস্ট্রেলিয়ায় গিয়ে হেনস্থার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট দল। নিজেদের মালপত্র নিজেরাই ট্রাকে উঠিয়েছিল তারা। সেই ঘটনার দু’দিন পরে মুখ খুললেন দলের পেসার শাহিন আফ্রিদি। কী বললেন?

cricket

পাকিস্তানের ক্রিকেটারদের মালপত্র তোলার সেই মুহূর্ত। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ ২১:৩৭
Share: Save:

অস্ট্রেলিয়ায় গিয়ে হেনস্থার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট দল। নিজেদের মালপত্র নিজেরাই ট্রাকে উঠিয়েছিল তারা। ঘটনার পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান বোর্ডের সমালোচনা করেছিলেন সমর্থকেরা। সেই ঘটনার দু’দিন পরে মুখ খুললেন দলের পেসার শাহিন আফ্রিদি। জানালেন, পরের বিমান ধরার তাড়ার কারণেই তাঁদের এই কাজ করতে হয়েছে।

শুক্রবারের সেই ঘটনা নিয়ে রবিবার শাহিন বলেছেন, “পরের বিমান ধরার জন্যে আমাদের কাছে মাত্র ৩০ মিনিট সময় ছিল। একে অপরকে সাহায্য করেছি কারণ সেখানে মাত্র দু’জন ছিল। সময় যাতে বাঁচে তাই দ্রুত মালপত্র গুছিয়ে নিতে চাইছিলাম আমরা। এই দলটা আমাদের কাছে একটা পরিবারের মতোই। তাই পরিবারের এক জন সদস্যের মতোই বাকিদের সাহায্য করেছি।”

প্রসঙ্গত, বিমানবন্দরে দল পৌঁছলে সাধারণত দলের কর্মীরাই মালপত্র তুলে দেন বাসে। পুরোটাই দেখভাল করেন দলের ম্যানেজার এবং স্থানীয় ম্যানেজার। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে শুক্রবার সেটা দেখা যায়নি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও প্রতিনিধিদের দেখা যায়নি পাকিস্তান দলকে স্বাগত জানানোর জন্য। কোনও অভ্যর্থনা না থাকায় প্রশ্ন উঠেছে আয়োজকদের নিয়েও। বিমানবন্দরে নামলেই যদি এ রকম হয়, তা হলে থাকার ব্যবস্থা বা বাকি সিরিজ়ে কেমন ব্যবস্থা হবে, সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

দলের সিনিয়র ক্রিকেটার মহম্মদ রিজ়ওয়ানকে ওই ভিডিয়োয় দেখা গিয়েছিল নিজের মালপত্র ট্রাকে তুলতে। দেখা গিয়েছিল নবনিযুক্ত অধিনায়ক শান মাসুদকেও। অনভ্যস্ত হাতে এই কাজ করতে গিয়ে ক্রিকেটারদের বেশ বেগ পেতে হয়েছিল। তা সত্ত্বেও কেউ ক্লান্তি দেখাননি। বরং সমর্থকদের নিজস্বীর আব্দার মিটিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Cricket Shaheen Afridi Babar Azam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE