Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Pakistan Cricket

১৭ কোটি টাকা বেতন দিতে রাজি পাকিস্তান, তার পরেও বাবরদের কোচ হতে চাইছেন না অলরাউন্ডার

পাকিস্তানের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে শেন ওয়াটসনকে। তাঁর চাহিদা মতো বেতন দিতেও তৈরি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার পরেও রাজি হচ্ছেন না ওয়াটসন।

cricket

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ১৬:৫৩
Share: Save:

পাকিস্তানের ইতিহাসে সব থেকে বেশি বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে শেন ওয়াটনসকে। কিন্তু তার পরেও ওয়াটসন রাজি হচ্ছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর সঙ্গে আলোচনা করছে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারকে রাজি করাতে পারছে না তারা।

পাকিস্তানের জাতীয় দলের প্রস্তাব দেওয়ার পরে বছরে ১৭ কোটি টাকা বেতনের দাবি করেছিলেন ওয়াটনস। তাতে রাজিও হয়েছে বোর্ড। এখনও পর্যন্ত পাকিস্তানের ইতিহাসে কোনও ক্রিকেট কোচ এত টাকা বেতন পাননি। রিচার্ড পাইবাস, বব উলমার, জেফ লসন, ডেভ হোয়াটমোর, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও মিকি আর্থার এর থেকে অনেক কম বেতনে কাজ করেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ওয়াটসনের পরিবার রয়েছে। তাঁর সন্তান অনেক ছোট। এ ছাড়া আমেরিকায় মেজর লিগে কোচিং করান ওয়াটসন। এই পরিস্থিতি পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, তিনি যত বেশি সম্ভব পাকিস্তানে কাটান। দেশের তৃণমূল স্তর থেকে ক্রিকেটারদের তুলে আনার কাজ করতে হবে তাঁকে। সেই কারণেই তাঁকে বেশি বেতনেও নিযুক্ত করতে চাইছে বোর্ড।

পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স দলের কোচ ওয়াটসন। তা হলে সে দেশে কোচের দায়িত্ব নিতে কেন এখনও রাজি হচ্ছেন না তিনি। ওয়াটসনকে ভাবাচ্ছে পাকিস্তান ক্রিকেটের চরিত্র। গত কয়েক বছরে যে ভাবে একের পর এক চেয়ারম্যান ও নির্বাচক প্রধান বদলেছে এবং তার সঙ্গে দলের সাপোর্ট স্টাফ বদলেছে তাতে ভরসা রাখতে পারছেন না ওয়াটসন। সেই কারণে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE