Advertisement
E-Paper

আইপিএলের প্লে-অফে কোচেদের কথা শোনেননি শ্রেয়স! তার পর কী হয়েছিল, ফাঁস করলেন পঞ্জাবের সহকারী কোচ

আইপিএলে পঞ্জাব কিংসকে ফাইনালে তোলার এক সপ্তাহ পরে মুম্বই লিগে সোবো মুম্বই ফ্যালকন্সকেও ফাইনালে তুললেন শ্রেয়স আয়ার। তাঁকে সাদা বলের অধিনায়ক করার দাবি আরও জোরালো হয়েছে। পঞ্জাবের সহকারী কোচও শ্রেয়সের হয়ে মুখ খুলেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৩:৪২
cricket

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

আইপিএলে পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন। তার এক সপ্তাহ পরে মুম্বই লিগে নিজের দল সোবো মুম্বই ফ্যালকন্স দলকেও ফাইনালে তুললেন শ্রেয়স আয়ার। তাঁকে সাদা বলের অধিনায়ক করার দাবি আরও জোরালো হয়েছে। পঞ্জাবের সহকারী কোচ ব্র্যাড হাডিনও শ্রেয়সের হয়ে মুখ খুলেছেন।

আইপিএল শেষ হতেই টি২০ মুম্বই লিগ খেলতে নেমে পড়েছেন শ্রেয়স। মঙ্গলবার তাঁর দল ফ্যালকন্স পাঁচ উইকেটে হারায় নমো বান্দ্রা ব্লাস্টার্সকে। শ্রেয়স ১ রানে আউট হয়ে যান। তবে ঈশান মুলচন্দানির ৫২ রানের সৌজন্যে ম্যাচ জিতে নেয় ফ্যালকন্স।

এক পডকাস্টে হাডিন জানিয়েছেন, দ্বিতীয় কোয়ালিফায়ারে কোচেদের কথা না শুনে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স। তা কাজে লেগে যায়। হাডিনের কথায়, “আপনি যত যা-ই পরিকল্পনা করুন না কেন, অহমদাবাদে খেলা থাকলে আগে ব্যাটই করতে চাইবেন। তথ্য বিশ্লেষক থেকে কোচ, সবাই তাই চাইবে। এখানেই শ্রেয়সের কৃতিত্ব প্রাপ্য। আশা করি যখন ওরা (নির্বাচকেরা) ভারতের অধিনায়ক বাছতে বসবে তখন শ্রেয়সের কথা মাথায় রাখবে। গোটা প্রতিযোগিতাতেই দুর্দান্ত খেলেছে।”

মুম্বইয়ের বিরুদ্ধে সেই ম্যাচে শ্রেয়সের পাশে ছিলেন একমাত্র কোচ রিকি পন্টিং। হাডিনের কথায়, “ম্যাচের আগে পন্টিং বলেছিল, ‘অধিনায়কই ঠিক করুক কী করা উচিত’। শ্রেয়স বলেছিল, ‘আমরা ম্যাচটা জিতব আগে বল করেই। সবাই আগে ব্যাট করে। আমরা উল্টোটা করে জিততে চাই’। এর পরেই ও আইপিএলের অন্যতম সেরা ইনিংসটা খেলে আমাদের ফাইনালে তুলে দিয়েছিল।”

Shreyas Iyer Punjab Kings Ricky Ponting brad haddin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy