Advertisement
০২ মে ২০২৪
ICC Ranking

শীর্ষে বাবর-ই, এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় এগোলেন দুই তরুণ ভারতীয়

এশিয়া কাপে ভাল পারফরম্যান্সের সুফল পেলেন শুভমন এবং ঈশান। আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় এগোলেন দুই তরুণ। প্রথম ১০ জনের মধ্যেও রয়েছেন ভারতের দুই ব্যাটার।

picture of Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৩
Share: Save:

এক দিনের বিশ্বকাপের আগে স্বস্তি ভারতীয় শিবিরে। এশিয়া কাপে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন দুই ভারতীয় ব্যাটার। আইসিসির এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় জীবনের সেরা জায়গায় পৌঁছেছেন শুভমন গিল এবং ঈশান কিশন। শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম।

শুভমন এবং ঈশান ঘনিষ্ঠ বন্ধু। সব সময় তাঁদের এক সঙ্গে দেখা যায়। দুই তরুণ ক্রিকেটার মিলে মাতিয়ে রাখেন ভারতীয় দলের সাজঘর। তাঁদের ফর্ম বিশ্বকাপের আগে স্বস্তি দিতে পারে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন ঈশান। সেই ইনিংসের সুবাদে এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় ১২ ধাপ উঠে এলেন তিনি। ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ২৪ নম্বরে উঠে এসেছেন। অন্য দিকে নেপালের বিরুদ্ধে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে শুভমন ক্রমতালিকার তৃতীয় স্থান ধরে রেখেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৫০।

ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে কোনও পরিবর্তন হয়নি। শুভমন ছাড়া প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক রয়েছেন দশম স্থানে। অধিনায়ক রোহিত রয়েছেন ১১ নম্বরে। বাবর ছাড়াও প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন পাকিস্তানের তিন জন। চতুর্থ স্থানে রয়েছেন ইমাম উল হক এবং সাত নম্বরে ফখর জামান।

বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ভারতের এক জন। মহম্মদ সিরাজ রয়েছেন আট নম্বরে। অলরাউন্ডারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ এক মাত্র ভারতীয় হার্দিক পাণ্ড্য। তিনি রয়েছেন দশম স্থানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE