হাঁটুতে চোটের কারণে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি বিরাট কোহলি। তাঁর চোট নিয়ে ইতিমধ্যেই অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কি না সেই প্রশ্নও উঠছে। তবে শুভমন গিল জানিয়েছেন, চিন্তার কিছুই নেই। কটক ম্যাচেই দেখা যাবে কোহলিকে।
প্রথম ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে শুভমন বলেছেন, “কোহলির চোট খুব গুরুতর নয়। বুধবারের অনুশীলনে ওকে দেখে ভালই লেগেছিল। তবে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটুতে ব্যথা করছিল। দ্বিতীয় ম্যাচে ওকে নিশ্চয়ই পাওয়া যাবে।”
নাগপুরে ৮৭ রান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন শুভমন। প্রথমে শ্রেয়স আয়ার, পরে অক্ষর পটেলের সঙ্গে জুটি গড়েন। তবে অনেক ক্ষণ ক্রিজ়ে থেকেও শতরান করতে পারেননি। সাকিব মাহমুদের বলে ক্যাচ তুলে দেন। শতরান ফস্কানো নিয়ে অবশ্য ভাবিত নন এই ব্যাটার।
শুভমন বলেছেন, “আমি কখনওই শতরানের কথা ভাবছিলাম না, বরং ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে রান করার কথা চিন্তা করছিলাম। সে ভাবেই শট খেলেছি। আমি বোলারদের শাসন করতে চেয়েছিলাম। যে শট খেলে আউট হয়েছিলাম সেটা ৬০-এর ঘরে থাকলেও খেলতাম।”
এক দিনের ক্রিকেটে তিনি সাধারণত ওপেন করেন। তবে আপাতত যশস্বী জয়সওয়ালকে জায়গা ছেড়ে দিয়েছেন। তার জন্য আলাদা করে মানিয়ে নিতে হয়নি শুভমনকে। বলেছেন, “টেস্টে তো তিনেই খেলি। তাই খুব বেশি মানাতে হয়নি। এই পজিশনে খেলা যে কোনও সময়েই কঠিন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। যদি দল দ্রুত উইকেট হারায় তা হলে দায়িত্ব নিয়ে খেলতে হবে। যদি শুরুটা ভাল হয় তা হলে ক্রিজ়ে নেমে চালাতে হবে। আমার দৃষ্টিভঙ্গি খুব সহজ— ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলো।”
আরও পড়ুন:
ইংরেজ স্পিনারদের বিরুদ্ধে বার বার সুইপ এবং রিভার্স সুইপ খেলতে দেখা গিয়েছিল শুভমনকে। সে সম্পর্কে বলেছেন, “ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের কৌশল নয়। সব ব্যাটারই চায় নিজের পছন্দের এলাকায় শট খেলতে। অনেকেই আজকাল সুইপ আর রিভার্স সুইপ অনুশীলন করে। এই শট স্রেফ একটা বিকল্প।”