১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেই উপলক্ষ্যে রবিবার কলকাতায় চলে আসছে দক্ষিণ আফ্রিকা দল। তার পরের দিন অর্থাৎ সোমবার কলকাতায় পা রাখছেন শুভমন গিলরা।
সোমবার থেকে ইডেনে প্রস্তুতি শুরু করে দেবেন টেম্বা বাভুমারা। ভারত অনুশীলনে নামবে মঙ্গলবার থেকে। ঘরের মাঠে নেতৃত্ব দিতে নেমে সদ্য ওয়েস্ট ইন্ডিজ়কে ২-০ হারিয়েছেন শুভমন। এ বারে তাঁর পরীক্ষা হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে তিনে রয়েছে ভারত, পাঁচে দক্ষিণ আফ্রিকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)