গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বও সমালোচনার মুখে পড়েছিল। লিগ পর্বে ১০ দলের মধ্যে নবম স্থানে শেষ করেছিল দিল্লি। আগামী মরসুমে যাতে এমন দুরবস্থা না হয়, সে জন্য এখন থেকেই উদ্যোগী দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০২৪ সালের আইপিএলের জন্য শনিবার থেকে শুরু হয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম প্রাক্-মরসুম শিবির। যোগ দিয়েছেন মহিলা ক্রিকেটারেরাও। শিবিরে যোগ দেওয়া অধিকাংশ ক্রিকেটারই তরুণ। প্রথম দিন বক্তব্য রাখেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। তিনি বলেন, ‘‘গত মরসুমটা আমাদের ভীষণ খারাপ গিয়েছে। আমরা কোনও বিভাগেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারিনি। আমাদের খেলার মানও ভাল ছিল না। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে আমাদের। পরের আইপিএলে শক্তিশালী দল হিসাবে প্রমাণ করতে হবে। পরাজয়ের মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু উন্নতি করতে না পারলে, আরও ভাল খেলতে না পারলে সমস্যা হয়।’’
ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার সময় সৌরভ আরও বলেন, ‘‘আমাদের হাতে এখনও ছ’মাস সময় রয়েছে। তোমাদের সব কিছু দেব আমরা। পরের বছর শক্তিশালী দল হিসাবে ফিরে আসার জন্য সব রকম সাহায্য পাবে তোমরা। আগের বছর আমাদের সব কিছু ঠিক মতো হয়নি। অনেক ভুল হয়েছিল। তার মূল্য দিতে হয়েছে আমাদের। প্রচুর ম্যাচ হারতে হয়েছে। একমাত্র কঠোর পরিশ্রম তোমাদের পরের পর্যায়ে নিয়ে যেতে পারে। অনুশীলনের সম্পূর্ণ সময় নিজেদের উন্নত করতে ব্যবহার করো। হাতে যে সময়টা রয়েছে, সেটা আমাদের কাজে লাগাতেই হবে।’’
আরও পড়ুন:
একই সঙ্গে সৌরভ প্রশংসা করেছেন মহিলা দলের। মহিলাদের আইপিএলের প্রথম বছরেই ফাইনালে উঠেছিল দিল্লি ক্যাপিটালস। এ বার ট্রফির লক্ষ্যে ঝাঁপানোর পরামর্শ দিয়েছেন সৌরভ। তাঁর ভাষণের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।