Advertisement
২৮ মার্চ ২০২৩
Sourav Ganguly

বিশ্বের সব টি২০ লিগ টিকতে পারবে না, আইপিএল কি পারবে? মুখ খুললেন সৌরভ

একের পর এক দেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি লিগ। সব প্রতিযোগিতার ভবিষ্যৎ ভাল নয় বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টি-টোয়েন্টি লিগ নিয়ে বড় কথা বললেন তিনি।

File picture of Sourav Ganguly

আইপিএল কত দিন টিকতে পারবে? বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩২
Share: Save:

একের পর এক দেশে চালু হচ্ছে টি-টোয়েন্টি লিগ। বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলছেন সেখানে। তাতে অনেকেই আশঙ্কা করছেন, ক্রিকেটের আসল সৌন্দর্যটাই না হারিয়ে যায়। এই প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জানিয়েছেন, যে যে লিগ সঠিক ক্রিকেটীয় পরিকাঠামোর মধ্যে চলছে সেগুলিই বেশি দিন চলবে। বাকিগুলি হারিয়ে যাবে।

Advertisement

একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে এই কথা জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘বিশ্ব জুড়ে এখন টি-টোয়েন্টি লিগ চলছে। কিন্তু সবগুলো টিকতে পারবে না। আইপিএলের কথা আলাদা। ভারতে ক্রিকেটের পরিবেশ রয়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগেরও জনপ্রিয়তা রয়েছে। এই দেশগুলোতে ক্রিকেটের এতটা জনপ্রিয়তা থাকায় লিগের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু অন্য দেশগুলোতে সেটা নেই।’’

ক্রিকেটের জনপ্রিয়তা ও পরিকাঠামোর উপরেই টি-টোয়েন্টি লিগের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন সৌরভ। সেই কারণে ব্যাঙের ছাতার মতো শুরু হওয়া লিগ নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। সৌরভ বলেছেন, ‘‘৪-৫ বছরেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। খুব কম লিগ টিকে থাকবে। বাকিগুলো বন্ধ হয়ে যাবে। এখন হয়তো সবাই টি-টোয়েন্টি লিগ খেলার পিছনে ছুটছে। কিন্তু কয়েক বছর পরে কেবল ভাল লিগগুলোই চলবে।’’

এই প্রসঙ্গে জিম্বাবোয়ের কথা টেনে এনেছেন সৌরভ। নব্বইয়ের দশক থেকে ধীরে ধীরে তাদের ক্রিকেটের মান কমেছে সেই কথা বলেছেন তিনি। সৌরভের কথায়, ‘‘পরিকাঠামোর উপরে অনেক কিছু নির্ভর করে। সিএবি ও বিসিসিআইয়ে থাকার সময় সেটা আমি আরও ভাল বুঝেছি। যখন খেলা শুরু করেছিলাম তখন জিম্বাবোয়ে যে কোনও দলকে হারাতে পারত। কিন্তু ধীরে ধীরে সেখানে ক্রিকেটের মান কমেছে। তাই আগ্রহও কমেছে।’’

Advertisement

কোনও দেশে ক্রিকেট কতটা ভাল চলবে তার অনেকটা বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের উপরেও নির্ভর করে বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ় এক সময় বিশ্ব শাসন করত। কিন্তু এখন কী হাল ওদের? বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক ভাল নয়। হতে পারে ক্রিকেটে এখন অনেক টাকা এসেছে। তবে শুধু সেটাই আসল নয়। বোর্ড ও ক্রিকেটারদের ভাল সম্পর্কের উপরেও অনেক কিছু নির্ভর করে।’’

বিসিসিআইয়ের সভাপতি পদ ছাড়ার পরে আপাতত দেশের বা রাজ্যের ক্রিকেট প্রশাসনে নেই সৌরভ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হয়েছেন তিনি। কয়েক দিন পর থেকে সেই ভূমিকায় দেখা যাবে তাঁকে। তার আগে টি-টোয়েন্টি লিগের ভবিষ্যৎ নিয়ে বড় কথা বললেন সৌরভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.