ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের নতুন যে সূচি প্রকাশ করেছে, তা দেখে বেজায় চটেছেন শুকরি কনরাড। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচের পরিষ্কার বক্তব্য, চুক্তির বাইরে অতিরিক্ত এক দিনের জন্যও ক্রিকেটারদের ছাড়বেন না। ২৬ মে-র মধ্যে দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারকে তাঁর সামনে দেখতে চান বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আইপিএলের জন্য বাড়তি এক দিনও অপেক্ষা করতে রাজি নন কনরাড।
ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারেরা আবার আইপিএল খেলতে আসবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, বিষয়টি ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড তেমন কিছু না বললেও, সে দেশের জাতীয় দলের কোচ আইপিএলের নতুন সূচি দেখে রেগে লাল। কনরাড বলেছেন, ‘‘আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২৫ মে ফাইনালের পর ২৬ মে ক্রিকেটারেরা ফিরে আসবে। আমাদের দিক থেকে কোনও কিছু পরিবর্তন করা হয়নি। এখনও পর্যন্ত তেমনই ঠিক আছে। আমি চাই আমাদের ক্রিকেটারেরা যেন ২৬ মে দেশে ফিরে আসে।’’
আগামী ১১ জুন থেকে টেস্ট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। লর্ডসের এই ম্যাচই এখন পাখির চোখ কনরাডের। তিনি দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের খেলোয়াড়দের নির্দেশ দিয়েছেন, ৩১ মের মধ্যে ইংল্যান্ডে পৌঁছোতে। যাঁরা আইপিএল খেলছেন না, তাঁরা দেশ থেকে সরাসরি ৩০ মে লন্ডনের বিমান ধরবেন। আর যাঁরা আইপিএল খেলছেন, তাঁদেরও একই দিনের মধ্যে লন্ডনে পৌঁছোতে হবে। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে থাকা এমন সাত জন ক্রিকেটার রয়েছেন, যাঁদের আইপিএলের প্লে-অফ খেলার সম্ভাবনা রয়েছে। তাতে কনরাডের প্রস্তুতিতে অসুবিধা হবে। তাই বাড়তি এক দিনও দিতে চান না তিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ২৫ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে ক্রিকেটারদের। নতুন সূচি অনুযায়ী পুরো আইপিএল খেলতে হলে রায়ান রিকেলটন, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস, এডেন মার্করাম, মার্কো জানসেনদের নতুন করে অনুমতি নিতে হবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কর্তারাও ২৫ মে-র পর ভারতে ক্রিকেটারদের রাখতে চান না। তাঁদের কাছেও গুরুত্ব পাচ্ছে টেস্ট বিশ্বকাপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটকর্তা বলেছেন, ‘‘টেস্ট বিশ্বকাপে ফাইনাল খেলার থেকে বেশি সম্মানের কিছু হয় না। টি-টোয়েন্টি লিগ ক্রিকেটের গুরুত্ব আমরা বুঝি। কিন্তু জাতীয় দলের গুরুত্বই আগে। বিশেষ করে যখন এমন একটা ম্যাচ সামনে।’’
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকর্তারাও কনরাডের বিরুদ্ধে যেতে চাইছেন না। ২৫ মে পর্যন্ত আইপিএলের জন্য তাঁরা ক্রিকেটারদের ছাড়তে রাজি। বিসিসিআইয়ের নতুন সূচি নিয়ে তাঁরাও অসন্তোষ গোপন করছেন না।