ভারত-পাকিস্তান সংঘাতের আবহের মধ্যে আবার শুরু হচ্ছে আইপিএল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। তার উপর পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে ভারতের পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে বিনোদনহীন আইপিএল আয়োজনের দাবি তুললেন সুনীল গাওস্কর।
লিগ এবং প্লে-অফ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ রয়েছে আইপিএলের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে এই ম্যাচগুলিতে গান বাজানোর ব্যবস্থা, চিয়ার লিডার এবং ডিজে না রাখার আর্জি জানিয়েছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘বেশ কিছু পরিবার তাদের নিকটাত্মীয়কে হারিয়েছে। এই পরিস্থিতিতে আন্তরিক ভাবে আশা করব আইপিএলে বাড়তি কোনও আয়োজন থাকবে না। শুধু খেলাগুলো হোক। ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে আসুন। কিন্তু দু’ওভারের মাঝে ডিজে চাই না। মাঠে চিয়ার লিডারও দরকার নেই। এ রকম কিছু প্রয়োজন নেই। শুধু খেলা হোক। যাঁরা কাছের এবং প্রিয় জনদের হারিয়েছেন, তাঁদের আবেগকে এ ভাবে সম্মান জানানো যেতে পারে।’’
আরও পড়ুন:
আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম দিন মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্যায়ের বাকি ম্যাচগুলি হবে ছ’টি মাঠে। প্লে-অফ পর্বের ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও জানায়নি বিসিসিআই।