Advertisement
E-Paper

রিঙ্কুর বিয়ের সম্বন্ধ, পাত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ, কী জানাল সাংসদের পরিবার?

গত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে প্রথম বার সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়া। ২৬ বছরের সাংসদের সঙ্গে বিয়ে হতে পারে রিঙ্কুর। ক্রিকেটারের পরিবার থেকে গিয়েছে বিয়ের প্রস্তাব।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ২০:১০
Picture of Rinku Singh and Priya Saroj

(বাঁ দিকে) রিঙ্কু সিংহ এবং প্রিয়া সরোজ (ডান দিকে)। —ফাইল চিত্র।

রিঙ্কু সিংহ নাকি প্রেমে পড়েছেন। তবে যার তার প্রেমে নয়। রিঙ্কু প্রেমে পড়েছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের। রিঙ্কুর বাড়ি থেকে উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদের বাড়িতে বিয়ের প্রস্তাবও পৌঁছে গিয়েছে।

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু এখন ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। ২০২৩ সালের আইপিএলে নজরকাড়ার পর থেকে তিনি ক্রমশ এগিয়েছেন ২২ গজের লড়াইয়ে। তাঁর আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে আন্তর্জাতিক পর্যায়েও। কেকেআর কর্ণধার শাহরুখ খানের অন্যতম প্রিয় ক্রিকেটার নাকি মজেছেন ২৬ বছরের প্রিয়ার প্রেমে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রিঙ্কু এবং প্রিয়া সম্পর্কে জড়িয়েছেন। দ্রুত এক হতে পারে তাঁদের চার হাত।

আসলে ঠিক প্রেম নয়। রিঙ্কু এবং প্রিয়া প্রেম করছেন না। তাঁদের মধ্যে কোনও সম্পর্ক তৈরিও হয়নি। প্রিয়ার বাবা উত্তরপ্রদেশের বিধায়ক তুফানি সরোজ জানিয়েছেন, রিঙ্কুর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তাঁরা। প্রিয়ার জামাইবাবু আলিগড়ের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। তাঁর সঙ্গেই বিয়ের ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল রিঙ্কুর পরিবার থেকে। জামাই হিসাবে কি রিঙ্কুকে পছন্দ আপনাদের? সরোজ বলেছেন, ‘‘রিঙ্কুর পরিবার আমাদের প্রস্তাব দিয়েছে। আমরাও গুরুত্ব দিয়ে ভাবছি।’’

গত লোকসভা নির্বাচনে প্রথম বার সাংসদ হয়েছেন প্রিয়া। তিনি এখন লোকসভার দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং প্রাক্তন সাংসদ ভোলানাথ সরোজকে ৩৫৮৫০ ভোটে হারান প্রিয়া। পেশায় আইনজীবী প্রিয়ার পরিবার বারাণসীর বাসিন্দা। যদিও তাঁর পড়াশোনা দিল্লিতে। তাঁর স্কুল এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর বাবা তুফানি তিন বারের প্রাক্তন সাংসদ।

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ এবং দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ের ভারতীয় দলেও রয়েছেন দেশের অন্যতম সেরা ফিনিশার।

Rinku Singh KKR Cricketer Samajwadi Party
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy