অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিপরাজ নিগম। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়ে অক্ষর পটেলের দিকে আঙুল তুলছেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার। মঙ্গলবার ১৪ রানে হেরে যায় দিল্লি। হারের জন্য প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিপরাজ।
প্রথমে ব্যাট করে ২০৪ রান তোলে কলকাতা। পাওয়ার প্লে কাজে লাগায় তারা। বল হাতে সুনীল নারাইন বাকি কাজটি করেন। ম্যাচ শেষে বিপরাজ বলেন, “আমরা ভেবেছিলাম শিশির পড়বে। সেই কারণেই আমরা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। পিচ খুব ভাল ছিল। ওরা ২০০ রানের উপর তোলে প্রথম ইনিংসে। আমরাও ব্যাট করে ১৯০ রান তুলেছি। তাই ব্যাট করার জন্য পিচ যে যথেষ্ট ভাল তা বলাই যায়।”
আরও পড়ুন:
এ বারের আইপিএলের প্রথম চারটি ম্যাচে জিতেছিল দিল্লি। কিন্তু ধীরে ধীরে তাদের প্লে-অফে ওঠার কাজটা কঠিন হচ্ছে। বিশেষ করে ঘরের মাঠে দিল্লি সে ভাবে ম্যাচ জিততে পারছে না। বিপরাজ বলেন, “দোষটা ফিল্ডিংয়ের বা মাঠের নয়। আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করছি। সেটাই আমাদের সমস্যায় ফেলে দিচ্ছে। এখনও আমরা প্রথম চারে আছি। সেটা এক দিক থেকে ভাল। আমাদের আর চার-পাঁচটা ম্যাচ বাকি রয়েছে। আশা করছি আমরা আবার জয়ে ফিরব। প্রথম দুটো দলের মধ্যে শেষ করতে চাই।”
দিল্লির পরবর্তী ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ৫ মে ম্যাচ রয়েছে তাদের।