দু’বার বৃষ্টি হয়েছে ক্যানবেরায়। প্রথম বার ওভার কমেছে। দ্বিতীয় বারের পর আর খেলা শুরু করা যায়নি। ভেস্তে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তবে যদি বৃষ্টি থামত, তার পরেও রাত ১১টার পর সেখানে খেলা শুরু করা যেত না। এই সিদ্ধান্তের নেপথ্যে একটি বিশেষ কারণ রয়েছে।
ক্যানবেরায় ‘ফ্লাডলাইট কার্ফু’ জারি হয় প্রতি রাতে। এই মাঠের চারদিকে বসতি রয়েছে। তাই প্রতি দিন রাত ১১টার পর নিজে থেকেই ক্যানবেরার মানুকা ওভালের ফ্লাডলাইটের আলো নিবে যায়। যদি ফ্লাডলাইটের আলো না জ্বলে তা হলে কী ভাবে খেলা হবে? সেই কারণে, বৃষ্টির পর খেলা শুরু হলেও রাত ১১টার পর আর খেলা হত না।
ভারতের ইনিংসে ৫ ওভারের পর প্রথমে বৃষ্টি হয়। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। দু’দলের ২ ওভার করে কমিয়ে দেওয়া হয়। পরে ৯.৪ ওভারের পর আবার বৃষ্টি শুরু হয়। এ বার বৃষ্টির তীব্রতা ছিল অনেক বেশি। সেই বৃষ্টি থামছিল না। সময় কমছিল। একটা সময় জানা যায়, ৫ ওভারের খেলা করাতে হলে স্থানীয় সময় রাত ১০:২০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হবে। তবেই রাত ১১টার মধ্যে তা শেষ হবে।
আরও পড়ুন:
তবে তার জন্য বৃষ্টি থামা জরুরি ছিল। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করতেও সময় লাগত। আম্পায়ারের দেখেন, কোনও ভাবেই নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা যাবে না। ফলে ১ ঘণ্টা ৪ মিনিট পর ঘোষণা করা হয়, ম্যাচ পরিত্যক্ত। কিন্তু যদি রাত ১১টার নিয়ম সেখানে না থাকত তা হলে হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে পারতেন আম্পায়ারেরা। সেটা সম্ভব হল না।