কাবুলে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ। আহত একাধিক। শুক্রবার আত্মঘাতী হামলায় হঠাৎ কেঁপে ওঠে কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলছিল।
কাবুল স্টেডিয়ামে সেই সময় স্পাগিজা ক্রিকেট লিগে খেলা চলছিল বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই লিগ শুরু হয় ২০১৩ সালে। যুক্তরাষ্ট্রের কর্তারা উপস্থিত ছিলেন মাঠে। সেই সময়ই হয় বিস্ফোরণ। ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে বাঙ্কারের দিকে দৌড়ে যায়।
Footage : There have been casualties in the blast at the Kabul international cricket stadium. #Afghanistan pic.twitter.com/wM7qMsVDpR
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) July 29, 2022
দু’দিন আগে কাবুলের কর্তে পারওয়ান গুরুদ্বারের সামনে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণেও কেউ মারা যাননি।