Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sunil Gavaskar

Sunil Gavaskar: শ্রীলঙ্কাকে চুনকামের পরেও বিশ্বকাপের আগে রোহিত-দ্রাবিড়দের হুঁশিয়ারি গাওস্করের

শেষ দিকে বোলাররা বেশি রান দেওয়ায় অবশ্য খুব একটা চিন্তিত নন রোহিত। তৃতীয় ম্যাচের শেষে তিনি বলেন, ‘‘বোলারদের দোষ দেওয়া যায় না। এই ধরনের ঘটনা হতেই পারে। প্রথম ১৫ ওভার আমরা দারুণ বল করেছিলাম। পিচ ব্যাট করার পক্ষে আদর্শ ছিল। আশা করছি পরের ম্যাচ থেকে বোলাররা নিজেদের ভুল শুধরে নেবে।’’

উদ্বিগ্ন গাওস্কর

উদ্বিগ্ন গাওস্কর ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪১
Share: Save:

টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে চুনকাম করেছে ভারত। তিনটি ম্যাচেই সহজ জয় পেয়েছেন রোহিত শর্মারা। তার পরেও উদ্বিগ্ন সুনীল গাওস্কর। সামনেই বিশ্বকাপ। তার আগে ডেথ ওভারে (শেষ পাঁচ ওভার) বল করার ক্ষেত্রে দলকে উন্নতি করতে হবে বলে দলের অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়কে হুঁশিয়ারি দিলেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে প্রথমে বল করেছে ভারত। দু’টি ম্যাচেই শুরুটা ভাল করেছিলেন ভারতীয় বোলাররা। প্রথম ১৫ ওভার শ্রীলঙ্কার ব্যাটিংকে আটকে রেখেছিলেন ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরারা। কিন্তু শেষ পাঁচ ওভারে অনেক রান দিয়েছেন তাঁরা। সেটাই ভাবাচ্ছে গাওস্করকে।

দ্বিতীয় টি২০-তে শেষ পাঁচ ওভারে ৭৮ রান করে শ্রীলঙ্কা। শেষ ম্যাচেও শেষ কয়েক ওভারে বেশ কয়েকটি বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। কিন্তু দু’টি ম্যাচেই ভারতের ব্যাটিং ভাল হওয়ায় ম্যাচ জিততে সমস্যা হয়নি। এই ঘটনা প্রতি ম্যাচে হওয়া উচিত নয় বলেই মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘একটা ম্যাচে এই ঘটনা হতে পারে। কিন্তু প্রতি ম্যাচে হলে অবশ্যই চিন্তার বিষয়। সব থেকে বড় বিষয় হল ভারতের ডেথ ওভারের বিশেষজ্ঞ বোলাররা মার খাচ্ছে। শুরুটা ভাল করলেই চলবে না। শেষটাও ভাল করতে হবে। নইলে বিশ্বকাপের মতো প্রতিযেগিতায় সমস্যা হবে। তাই কারা শুরুতে ও কারা শেষে বল করবে সেটা ম্যানেজমেন্টকে ঠিক করে রাখতে হবে।’’

শেষ দিকে বোলাররা বেশি রান দেওয়ায় অবশ্য খুব একটা চিন্তিত নন রোহিত। তৃতীয় ম্যাচের শেষে তিনি বলেন, ‘‘বোলারদের দোষ দেওয়া যায় না। এই ধরনের ঘটনা হতেই পারে। প্রথম ১৫ ওভার আমরা দারুণ বল করেছিলাম। পিচ ব্যাট করার পক্ষে আদর্শ ছিল। আশা করছি পরের ম্যাচ থেকে বোলাররা নিজেদের ভুল শুধরে নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE