Advertisement
E-Paper

কোণঠাসা হায়দরাবাদ এখনও পৌঁছোতে পারে আইপিএলের প্লে-অফে, কতটা কঠিন কামিন্সদের অঙ্ক

গুজরাত টাইটান্সের কাছে ৩৮ রানে হেরেও আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়নি সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিযোগিতায় প্যাট কামিন্সদের ভবিষ্যৎ নির্ভর করছে একাধিক যদি-কিন্তুর উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১২:২৭
Picture of SRH

সানরাইজার্স হায়দরাবাদ দল। ছবি: বিসিসিআই।

গুজরাত টাইটান্সের কাছে হেরে আরও চাপে সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের দলের প্লে-অফ খেলার সম্ভাবনা আরও কমে গিয়েছে। তবে আশা একদম শেষ হয়ে যায়নি। সব দলেরই তিন-চারটি করে ম্যাচ বাকি থাকায় অঙ্কের হিসাবে এখনও শেষ চারে পৌঁছোনোর সুযোগ রয়েছে গত বারের আইপিএল রানার্স দলের।

চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আইপিএলে এখন লড়াই মূলত আট দলের। তবে মহেন্দ্র সিংহ ধোনি, রিয়ান পরাগেরা বদলে দিতে পারেন অনেক হিসাব। বাকি সব ম্যাচ জিতলে এবং অন্য দলগুলির ফলের উপর নির্ভর করে প্লে-অফে উঠতে পারে ১০টি ম্যাচ খেলে সাতটি হেরে যাওয়া হায়দরাবাদ।

লিগ পর্বের বাকি চারটি ম্যাচই জিতলে হায়দরাবাদের পয়েন্ট হবে ১৪। গত বছর আইপিএলে ১৪ পয়েন্ট নিয়েই প্লে-অফে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছিল নেট রান রেট। গুজরাতের কাছে হারের পর হায়দরাবাদের নেট রান রেট -১.১৯২। আইপিএলের ১০টি দলের মধ্যে কামিন্সদের পর রয়েছে শুধু চেন্নাই। এই নেট রান রেট পথের কাঁটা হতে পারে তাঁদের। বাকি সব ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলে অবশ্য নেট রান রেট ভাল হওয়ার সুযোগ রয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের ঝুলিতে এখনই অন্তত ১৩ পয়েন্ট করে রয়েছে। এই চারটি দল ১৫ পয়েন্টে পৌঁছে গেলেই হায়দরাবাদের সব আশা শেষ হয়ে যাবে। প্রতিটি দলের প্রয়োজন একটি করে জয়। তা হলেই তারা ১৫ বা ১৬ পয়েন্টে পৌঁছে যাবে।

এর পর ৭ মে দিল্লি, ১০ মে কেকেআর, ১৩ মে বেঙ্গালুরু এবং ১৮ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে হায়দরাবাদের। বিরাট কোহলি এবং ঋষভ পন্থদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে কামিন্সদের। সূচি সহজ নয়। কলকাতায় খেলতে এসে গত ৩ এপ্রিল অজিঙ্ক রাহানেদের কাছে ৮০ রানে হেরেছিলেন কামিন্সেরা। বড় ব্যবধানে সেই হারের ফলেই হায়দরাবাদের নেট রান রেট তলানিতে চলে যায়। তা ছাড়া ব্যাটারদের অফ ফর্ম ভুগিয়ে চলেছে দলকে।

এত কিছুর পরও প্লে-অফ খেলতে পারে হায়দরাবাদ। সম্ভাবনা জিইয়ে রাখতে আর একটিও ম্যাচ হারা চলবে না তাদের। উল্লেখযোগ্য উন্নতি করতে হবে নেট রান রেটের। আশায় থাকতে হবে, যাতে তিনটির বেশি দল ১৪ পয়েন্টের বেশি না পায়। নজর রাখতে হবে মুম্বই, গুজরাত, বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের ম্যাচের ফলের দিকে। এতগুলি বিষয়ের উপর নির্ভর করছে হায়দরাবাদের প্লে-অফ খেলা।

শুক্রবার গুজরাতের কাছে ৩৮ রানে হার বেশ কোণঠাসা করে দিয়েছে হায়দরাবাদকে। এখন শুধু নিজেরা জিতলেই হবে না। কামিন্সদের তাকিয়ে হবে অন্য দলগুলির ফলের দিকেও।

Sunrisers Hyderabad IPL Playoff Pat Cummins
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy