রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তিনটি টেস্টের পর তারা এক দিনের সিরিজ খেলবে। কিন্তু এখন থেকেই সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন সূর্যকুমার যাদব। মুম্বইয়ের স্থানীয় ক্রিকেটে ঝোড়ো ইনিংস খেলে দ্বিশতরান করলেন তিনি।
পুলিশ শিল্ডে পায়াদে এসসি-র বিরুদ্ধে পার্সি জিমখানার হয়ে খেলতে নেমেছিলেন সূর্য। তিন দিনের ম্যাচের প্রথম দিনে বিপুল রান তুলল পার্সি জিমখানা। সূর্যকুমার একাই ১২২ বলে ২৪৯ রান করেছেন। ৩৭টি চার এবং ৫টি ছয় মেরেছেন তিনি। ৯০ ওভারে ৫২৪-৯ তুলেছে পার্সি জিমখানা।