Advertisement
০৮ মে ২০২৪
ICC Cricketer of the Year

টেস্টে লজ্জার ইনিংসের মাঝেই সুখবর, আইসিসির বর্ষসেরার দৌড়ে দুই ভারতীয়

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দু’টি বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের দুই ক্রিকেটার। তাঁদের লড়াই আরও তিন ক্রিকেটারের সঙ্গে।

picture of Indian cricket team

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ২২:২৩
Share: Save:

কেপ টাউনে রোহিত শর্মার দল যখন ভারতীয় ক্রিকেটকে লজ্জায় ফেললেন, তখনই এল সুখবর। ভারতের দুই ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরার পুরস্কারের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়াল। দু’জন রয়েছেন আলাদা আলাদা বিভাগে। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরার দৌড়ে জায়গা পেয়েছেন সূর্যকুমার। আইসিসির এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তাঁর সঙ্গে লড়াইয়ে আছেন আরও তিন জন। তাঁরা হলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, নিউ জ়িল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং উগান্ডার অ্যালপেস রামজানি। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমারই। ২০২২ সালে তিনিই এই পুরস্কার জিতেছিলেন।

অন্য দিকে, যশস্বী রয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাওয়ার দৌড়ে। তাঁর লড়াই তুলনায় কঠিন। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে ভারতের তরুণ ব্যাটারের প্রতিপক্ষেরা হলেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজ়ি, শ্রীলঙ্কার দিলসান মদুশঙ্ক।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে যশস্বীর। প্রথম বছরে ভারতের হয়ে তিনটি টেস্টে ৫৭.৬০ গড়ে ২৮৮ রান করেছেন। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলেন ১৭১ রানের ইনিংস। দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩.০৭ গড়ে করেছেন ৪৩০ রান। ২০ ওভারের ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৫৯.২৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE