সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। হালকা মেজাজে রয়েছে ভারতীয় শিবির। শনিবার বেঙ্গালুরু পৌঁছেছেন সূর্যকুমার যাদবেরা। টানা ম্যাচ খেলতে হওয়ায় অনুশীলন করান কোচ ভিভিএস লক্ষ্মণ। আড্ডা বা নানা খেলায় মেতে থেকে সময় কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা।
অবসর সময় কাটাতে ভারতীয় দলের অধিনায়ক তিন সতীর্থকে নিয়ে মজার খেলায় মাতলেন রবিবার। সন্ধ্যায় ম্যাচ থাকলেও সকালে কাজ ছিল না তাঁদের। সেই সুযোগ অন্য ভাবে কাজে লাগালেন সূর্যকুমার। আরশদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে মজার খেলা খেললেন সূর্যকুমার। নিজেরাই নিজেদের প্রশ্ন করবেন। বিষয় যা খুশি হতে পারে। শর্ত একটাই। কোনও প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যাবে না। ভুল উত্তর দিতে হবে। ঠিক উত্তর দিলেই হারতে হবে ম্যাচ। যেমন ওয়াশিংটন নিজের নাম বলেছেন শার্লক। প্রসিদ্ধ নিজের পরিচয় দিয়েছেন আরশদীপ বলে। তাঁদের এই মজার খেলা ক্রিকেটপ্রেমীদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
খেলার মাঝে নিজেদের মধ্যে রসিকতায় মেতে উঠতে দেখা গিয়েছে ভারতীয় দলের চার সদস্যকে। রবিবার হারলেও সিরিজ় হারতে হবে না ভারতকে। গত শুক্রবার রায়পুরে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy