আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়। তার আগে লন্ডনে পৌঁছে গেলেন সূর্যকুমার যাদব। আগামী কয়েক সপ্তাহ লন্ডনেই থাকার কথা রয়েছে তাঁর। তবে ভারতের টেস্ট খেলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সূর্যকুমার গিয়েছেন স্পোর্টস হার্নিয়ার চিকিৎসা করাতে।
সূর্যকুমার ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এই মুহূর্তে ভারতের সামনে কোনও টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই ফাঁকা সময়ে চিকিৎসা করিয়ে রাখতে চান সূর্যকুমার। দীর্ঘমেয়াদি ফিটনেসের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আগামী সপ্তাহে সূর্যকুমারের চিকিৎসা শুরু হবে। অগস্টের মধ্যে তিনি মাঠে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।
বোর্ড কোনও বিবৃতি দেয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, সূর্যের সেরে উঠতে দু’মাস লাগতে পারে। অগস্টের আগে কোনও সাদা বলের সিরিজ় খেলবে না ভারত। তাই চিকিৎসা করানোর জন্য এটাই সূর্যের কাছে সেরা সময়।
আইপিএলে ভাল ফর্মে ছিলেন সূর্য। ১৬ ম্যাচে ৭১৭ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৬৭.৯। দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাবের কাছে হেরে ছিটকে যায় মুম্বই। এর পর মুম্বই টি-টোয়েন্টি লিগে খেলেন সূর্য। সেই প্রতিযোগিতা শেষ হতেই লন্ডন উড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:
অগস্টের পর থেকেই ভারতের সাদা বলের মরসুম শুরু হয়ে যাচ্ছে। প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় রয়েছে। এর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলবে তারা। এর পর যাবে অস্ট্রেলিয়ায় খেলতে। প্রতিটি সিরিজ়ই পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ।