ভারত বনাম ওমান ম্যাচ জেতার পরে সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, তিনি রবিবারের ম্যাচের জন্য তৈরি।
ভারত-পাক ম্যাচ নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। তারই মাঝে আবারও দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। রবিবার সুপার ফোরে ভারত-পাক সাক্ষাৎ। যা নিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বললেন, ‘‘সুপার ফোরের জন্য আমরা তৈরি। গ্রুপের তিনটি ম্যাচ জিতে সকলেই আত্মবিশ্বাসী। এ বার দেখা যাক প্রতিযোগিতায় কী হয়।’’
ম্যাচ সেরার পুরস্কার পান সঞ্জু স্যামসন। তিন নম্বরে ব্যাট করেন তিনি। সঞ্জু বলেছেন, ‘‘ক্রিজ়ে সময় কাটাতে পেরে ভাল লাগছে। ওমান অসাধারণ বল করেছে, ওদের বিরুদ্ধে সহজে রান করা যাচ্ছিল না। তবে আমি রান পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে। প্রতিযোগিতার বাকি ম্যাচে এই আত্মবিশ্বাস কাজে লাগে।’’
ভারত বনাম ওমান ম্যাচের আগে টসের সময় মস্করা করেন সূর্যকুমার যাদব। কাদের নিয়ে প্রথম একাদশ সাজিয়েছেন, তা ভুলে যান ভারতীয় অধিনায়ক। হর্ষিত রানার নাম বলতে পারলেও, আরশদীপ সিংহের নাম বলতে পারেন না ধারাভাষ্যকারকে। সূর্য মজা করেই স্বীকার করেন যে রোহিত শর্মার মতো তিনি সব কিছু ভুলে যাচ্ছেন।
ভারতীয় অধিনায়ককে প্রশ্ন করা হয়, ‘‘প্রথম একাদশে ক’টি পরিবর্তন করেছেন?’’ সূর্য বলেন, ‘‘দু’টি। যশপ্রীত বুমরা বিশ্রামে আছে। পরিবর্তে এসেছে হর্ষিত রানা। আরও এক জন এসেছে দলে।’’
ধারাভাষ্যকার ফের প্রশ্ন করেন, ‘‘আর কে এসেছে?’’ সূর্য আর মনে করতে পারেন না। বলেন, ‘‘এই রে, সত্যি মনে করতে পারছি না। আমি এক বার ড্রেসিংরুমের দিকে দেখি। যদিমনে পড়ে।’’
সূর্যকুমার ড্রেসিংরুমের দিকে দেখেন। কিন্তু বুঝে উঠতে পারেন না। ধারাভাষ্যকার আবারও প্রশ্ন করেন, ‘‘মনে করতে পারলে?’’ সূর্য বলে দেন, ‘‘সর্বনাশ! আমি তো রোহিত ভাইয়ের মতো হয়ে যাচ্ছি। সব ভুলে যাচ্ছি।’’
সূর্য মজা করেই হয়তো বলেছেন। কিন্তু তাঁর এই মস্করা ভাল ভাবে নেননি রোহিত ভক্তেরা। এক জন লিখেছেন, ‘‘তুমি ভুলে যেতেই পারো। কিন্তু রোহিত ভাইকে এর মধ্যে টেনে এনে মজা করার কী দরকার ছিল? তোমরা তো একই রাজ্যের দুই ক্রিকেটার। সিনিয়র হিসেবে ওকে সম্মানদেওয়া উচিত। বিরাট কোহলির সঙ্গে এই মজা করতে পারত না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)