Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Suryakumar Yadav

India vs West Indies: টি-টোয়েন্টিতে বাবরের পরেই সূর্যকুমার, কোথায় রয়েছেন কোহলী-রোহিতরা

সূর্যকুমার আরও একটি নজির গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ভারতীয়দের মধ্যে।

ভাল ছন্দে রয়েছেন সূর্যকুমার।

ভাল ছন্দে রয়েছেন সূর্যকুমার। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৬:৪৫
Share: Save:

বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সূর্যকুমার। পাক অধিনায়কের স‌ংগ্রহ ৮১৮ পয়েন্ট। ভারতীয় ব্যাটারের ৮১৬ পয়েন্ট।

২০২১ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয় সূর্যকুমারের। সেই হিসাবে দেড় বছরের মধ্যেই আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় দু’নম্বরে উঠে এলেন। অভিষেকের পর থেকেই ভাল ছন্দে রয়েছেন সূর্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে ভারতের। সেই দু’টি ম্যাচেও ছন্দ ধরে রাখতে পারলে বাবরকে টপকে শীর্ষে উঠে আসতে পারেন তিনি। উল্লেখ্য, গত ইংল্যান্ড সফরে ভারতের পঞ্চম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেন সূর্যকুমার।

আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় সূর্যকুমার দ্বিতীয় স্থানে উঠে এলেও প্রথম ১০ জনের মধ্যে আর কোনও ভারতীয় নেই। তাঁর পর ঈশান কিশন ১৪, রোহিত শর্মা ১৬ এবং লোকেশ রাহুল ২০ নম্বরে রয়েছেন। আরও এক ধাপ নেমে ২৮ নম্বরে রয়েছেন বিরাট কোহলী।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৭৬ রান করেছেন সূর্যকুমার। এই ইনিংসেও একটি নজির গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করলেন তিনি। টপকে গেলেন ঋষভ পন্থকে। ২০১৯ সালে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। এত দিন পর্যন্ত সেটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোনও ভারতীয়ের সর্বোচ্চ রানের ইনিংস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE