হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে মুম্বই দলের সঙ্গে কলকাতায় এসেছেন সূর্যকুমার যাদব, শিবম দুবে-রা। রবিবার ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বৃহস্পতিবার থেকে একেবারে সাদা পোশাকে হাজির ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। অজিঙ্ক রাহানের নেতৃত্বে রঞ্জি ট্রফির প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি।
সূর্যকুমার সম্প্রতি একেবারেই রানের মধ্যে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচে শূন্য রানে আউট হন। তাঁর সর্বোচ্চ ১৪। রঞ্জিতেও রান পাননি সূর্য। তাই ইডেনে প্রায় এক ঘণ্টা ব্যাট করলেন। অনুশীলনের শুরুতে এক বার আধ ঘণ্টার জন্য ব্যাট করেন। শেষের দিকে আরও ৩০ মিনিট নেটে সময় কাটান তিনি। বোলিংয়ের উপরে বিশেষ জোর দেন শিবম দুবেও। আপাতত ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে খেলছেন। কিন্তু বোলিংয়ের উপরেও জোর দিতে শুরু
করেছেন তিনি।
ইডেন থেকে বেরোনোর সময় ভক্তদের নিজস্বীর ভিড়ে আটকে পড়েন সূর্য ও দুবে। এক জনকেও নিরাশ করলেন না সূর্য। প্রত্যেকের ছবির আবদার মিটিয়ে বাস ধরতে এগিয়ে যাচ্ছিলেন। তখনই কিছু প্রশ্নের উত্তর দিতে রাজি হয়ে যান তিনি। রানের মধ্যে না থাকলেও চোখে-মুখে চিন্তার কোনও ছাপ দেখা গেল না তাঁর। ইডেন থেকে বেরোনোর সময় বলছিলেন, ‘‘ছন্দে নেই ঠিকই। তবে ধীরে ধীরে ঠিকই ছন্দে ফিরে আসব। একটু সময় লাগছে এই আর কি।’’ তাই কি বাড়তি সময় কাটালেন নেটে? ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের উত্তর, ‘‘ব্যাট করতে ভাল লাগছিল। তাই বাড়তি সময় কাটাচ্ছিলাম। ইডেনে এলেই ব্যাট করতে ইচ্ছে করে। এখানের পিচ খুব ভাল।’’
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতেছেন সূর্যকুমার। ইডেনই ছিল তাঁর ঘরের মাঠ। এখানে এলে কি পুরনো স্মৃতি ফিরে আসে? সূর্যের উত্তর, ‘‘ইডেনে প্রচুর স্মৃতি। অনেক কিছুই মনে পড়ে। এখানে খেলতে বরাবরই উপভোগ করি।’’
শনিবার থেকে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি খেলতে নামবেন সূর্য। মুম্বই দলের হয়ে খেলবেন শার্দূল ঠাকুর, দুবে, রাহানেরাও। সদ্য ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া তনুশ কোটিয়ানও খেলবেন মুম্বইয়ের হয়ে। একেবারে তারকাদের নিয়ে গড়ে তোলা রঞ্জি দলের বিরুদ্ধেই পরীক্ষা অনশুল কম্বোজের হরিয়ানার।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)