Advertisement
২৮ মার্চ ২০২৩
Syed Mustaq Ali T20

বিদায় বাংলার, মুস্তাক আলির কোয়ার্টার ফাইনালে ২০০ রান নিয়েও জেতাতে পারলেন না বোলাররা

মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল ছিল সল্টলেকের ভিডিয়োকোনের মাঠে। ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েও হেরে গেল বাংলা। শেষ হয়ে গেল মরসুমের প্রথম ট্রফি জয়ের স্বপ্ন।

হিমাচল প্রদেশের বিরুদ্ধে হেরে গেল বাংলা।

হিমাচল প্রদেশের বিরুদ্ধে হেরে গেল বাংলা। ছবি: সিএবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৫:২১
Share: Save:

গ্রুপ পর্বে পর্বে একের পর এক ম্যাচ জিতে সমর্থকদের মনে আশা জাগিয়েছিল বাংলা। কিন্তু মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে হারতেই ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি অভিযান শেষ হয়ে গেল তাদের। ঘরের মাঠে খেলতে নেমেও হিমাচল প্রদেশের বিরুদ্ধে হেরে গেল বাংলা।

Advertisement

প্রথমে ব্যাট করে ১৯৯ রান তোলেন অভিমন্যু ঈশ্বরনরা। ওপেন করতে নেমে রণজ্যোত সিংহ খাইড়া মাত্র ১৪ রান করেন। রান পাননি বাংলার অধিনায়কও। অভিমন্যু করেন ২০ রান। তিন নম্বরে নেমে ব্যর্থ সুদীপ ঘরামি। তিনি ৭ রান করে সাজঘরে ফেরেন। করণ লাল আউট ২১ রানে। ১৪তম ওভারের মধ্যে ৯২ রানে ৪ উইকেট হারায় বাংলা। সেখান থেকে বাংলাকে ১৯৯ রানে পৌঁছে দেন শাহবাজ় আহমেদ এবং ঋত্বিক রায়চৌধুরি। ৩২ বলে ৫৯ রান করেন শাহবাজ়। ভারতের হয়ে অভিষেক হওয়া এই অলরাউন্ডার বাংলা দলের অন্যতম ভরসা। এ দিনও তিনিই বাংলাকে বিপদের হাত থেকে রক্ষা করেন। কিন্তু ম্যাচ জেতাতে পারলেন না।

হাতে ২০০ রানের পুঁজি নিয়েও বাংলার বোলাররা ম্যাচ জেতাতে পারলেন না। গত মরসুমে রঞ্জিতে বাংলার বড় ভরসা ছিল পেস আক্রমণ। কিন্তু এ দিন মুকেশ কুমার ৪ ওভারে ৪০ রান দেন, রবি কুমার দেন ৩ ওভারে ২৯ রান এবং আকাশ দীপ ৩ ওভারে ৪৪ রান দেন। পেসাররাই শুধু নন, রান দেন স্পিনাররাও। শাহবাজ ৪ ওভারে ৩৭ রান দেন। প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ১৯ রান দেন। এঁদের মধ্যে একটু ভাল বল করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিনি ৪ ওভারে ৩১ রান দেন। দু’টি উইকেট নেন তরুণ বাঁহাতি পেসার রবি। একটি করে উইকেট নেন আকাশ, শাহবাজ় এবং প্রদীপ্ত। রান আউট হয় একটি। ৪ উইকেটে ম্যাচ জেতে হিমাচল প্রদেশ। তাদের হয়ে আকাশ বশিষ্ঠ ৭৬ রান করেন। ৫০ রান করেন নিখিল গাংটা।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল ছিল সল্টলেকের ভিডিয়োকোনের মাঠে। ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েও হেরে গেল বাংলা। শেষ হয়ে গেল মরসুমের প্রথম ট্রফি জয়ের স্বপ্ন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.