Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jos Buttler

T20 World Cup 2021: শেষ বলে ছক্কা মেরে শতরান করলেন ইংল্যান্ডের জস বাটলার, এ বারের বিশ্বকাপে প্রথম

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম শতরান দেখা গেল সোমবার। ইংল্যান্ডের জস বাটলার ইনিংসের শেষ বলে ছক্কা মেরে শতরান পূর্ণ করলেন।

শতরানের পর বাটলার।

শতরানের পর বাটলার। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ২১:৪১
Share: Save:

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম শতরান দেখা গেল সোমবার। ইংল্যান্ডের জস বাটলার ইনিংসের শেষ বলে ছক্কা মেরে শতরান পূর্ণ করলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্ধারিত ওভারে ১৬৩-৪ তুলল ইংল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই বাটলারের প্রথম শতরান। অ্যালেক্স হেলস, দাভিদ মালান এবং লিয়াম লিভিংস্টোনের পর চতুর্থ ইংরেজ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শতরান করলেন তিনি।

ইংল্যান্ডের হয়ে চলতি বিশ্বকাপে অসাধারণ ছন্দে রয়েছেন এই ব্যাটার। আগের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান করে দলকে জিতিয়েছিলেন। শনিবার শুরুতে অবশ্য একাধিক উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। কিন্তু অধিনায়ক অইন মর্গ্যানকে (৪০) সঙ্গে নিয়ে লম্বা জুটি গড়েন বাটলার। শেষ দিকে এসে হাত খুলে মারতে দেখা যায় তাঁকে। শেষ ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরাকে সীমানার বাইরে পাঠিয়ে শতরান পূরণ করেন বাটলার।

ম্যাচের বিরতিতে ইংল্যান্ডের সহকারী কোচ পল কলিংউড বললেন, “একটা বিশেষ টি-টোয়েন্টি ইনিংস দেখলাম আমরা। ১০ ওভারের সময় আমরা বেশ সমস্যায় ছিলাম। ভেবেছিলাম ১১০-ই যথেষ্ট রান হবে। কিন্তু বাটলার সেই রান অনেক দূরে নিয়ে গেল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE