Advertisement
১১ মে ২০২৪
ICC T20 World Cup

T20 World Cup 2021: ভারত ম্যাচে অনিশ্চিত গাপ্টিল, বল করার চেষ্টা হার্দিকের

তবে নিউজ়িল্যান্ড ম্যাচ খেলার মতো যে তিনি সুস্থ হয়ে উঠেছেন, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে অনুশীলনে।

প্রস্তুতি: অনুশীলনে মগ্ন বিরাট, অশ্বিন, জাডেজা-সহ ভারতীয় ক্রিকেটারেরা। বুধবার দুবাইয়ে। বিসিসিআই

প্রস্তুতি: অনুশীলনে মগ্ন বিরাট, অশ্বিন, জাডেজা-সহ ভারতীয় ক্রিকেটারেরা। বুধবার দুবাইয়ে। বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ০৮:২৪
Share: Save:

পাকিস্তানের কাছে হারের পরে আবার মাঠে ফিরলেন ভারতীয় ক্রিকেটারেরা। বুধবার দুবাইয়ে অনুশীলন করতে দেখা গেল বিরাট কোহালি-সহ দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে।

এ দিন ভারতীয় ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলনের ব্যবস্থা ছিল। সেখানে দেখা গেল হার্দিক পাণ্ড্যকেও। যিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। হার্দিককে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, তিনি কি আদৌ বল করতে পারবেন? এ দিন নেটে অবশ্য বল করার চেষ্টা করতে দেখা গেল এই অলরাউন্ডারকে। বেশ কয়েক মাস পরে। কিন্তু যে ভাবে তিনি মিনিট দশেক হাত ঘোরালেন, তাতে হার্দিকের ম্যাচে বল করা নিয়ে
প্রশ্ন থাকছেই।

তবে নিউজ়িল্যান্ড ম্যাচ খেলার মতো যে তিনি সুস্থ হয়ে উঠেছেন, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে অনুশীলনে। রবিবারের এই ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন। নিউজ়িল্যান্ডের কাছে হারলে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে বিরাট কোহালির দল।

দেখা গিয়েছে দলের ফিজ়িয়োর সামনে কিছু ফিটনেস ড্রিল করছেন হার্দিক। যে কারণে ধরে নেওয়া হচ্ছে, পরের ম্যাচে মাঠে নামতে পারবেন এই অলরাউন্ডার। এর পরে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বল ছুড়ে ব্যাটিং অনুশীলন করান হার্দিককে। কোচ রবি শাস্ত্রী এবং মেন্টর মহেন্দ্র সিংহ ধোনিও নজরে রাখেন তাঁকে।

ভারতের মতো নিউজ়িল্যান্ডের কাছেও রবিবারের ম্যাচ মরণ-বাঁচনের। দুটো দলই পাকিস্তানের কাছে হেরেছে। যে কারণে এই ম্যাচ হারলে সেমিফাইনালে ওঠার লড়াই থেকে অনেক দূরে সরে যাবে তারা। কেন উইলিয়ামসনের দলও চোট-আঘাতের সমস্যায় ভুগছেন। ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন পেসার লকি ফার্গুসন। তার উপরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে বসলেন ওপেনার
মার্টিন গাপ্টিলও।

শারজায় পাক পেসার হ্যারিস রউফের ইয়র্কারে পায়ের পাতায় চোট লাগে গাপ্টিলের। যে কারণে ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে অনিশ্চিত তিনি। ‘‘আমরা নজর রাখছি। দেখা যাক ওর চোটের অবস্থা কী দাঁড়ায়,’’ বলেছেন কোচ গ্যারি স্টিড। যোগ করেছেন, ‘‘ম্যাচের পরে কিছুটা অস্বস্তিতে দেখা গিয়েছে গাপ্টিলকে। পরিস্থিতি বোঝার জন্য হয়তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা অপেক্ষা করতে হবে আমাদের।’’

নিউজ়িল্যান্ড যে ভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, তা দেখে খুশি কোচ। তবে স্বীকার করছেন, পাকিস্তান এক নম্বর দল হিসেবে এই গ্রুপে উঠে এসেছে। এখন দ্বিতীয় স্থান অর্জনের লড়াই চলছে। ‘‘আমাদের সঙ্গে ভারতের ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান হট ফেভারিট হিসেবে এক নম্বর জায়গা দখলের দিকে এগিয়ে গিয়েছে,’’ বলছেন স্টিড।

অধিনয়ক উইলিয়ামসনও মেনে নিয়েছেন, এই মুহূর্তে নিখুঁত এবং উচ্চমানের ক্রিকেট খেলছে পাকিস্তান। তাঁর কথায়, “ম্যাচটা ধরে রাখতে পারিনি। এটা একটা বড় শিক্ষা। তা কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে মাঠে
নামব আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC T20 World Cup T20 World Cup 2021 Martin Guptil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE