টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে মহম্মদ শামির বলে বেশ কিছু বড় শট খেলেছিলেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। সেই কারণেই ম্যাচের পরে হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। যাঁর হাতে মার খেয়ে হেনস্থা সেই রিজওয়ানই এ বার পাশে দাঁড়ালেন শামির। সেই সঙ্গে দেশের হয়ে খেলতে গেলে এক জন ক্রিকেটারকে কতটা ত্যাগ ও পরিশ্রম করতে হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
ম্যাচে শেষ হয়ে যাওয়ার পরে কোনও এক জন ক্রিকেটারকে হারের জন্য দায়ী করা উচিত নয় বলে মনে করেন তিনি। টুইট করে তিনি বলেন, ‘দেশ ও দেশের মানুষদের জন্য প্রচণ্ড চাপ, কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় ক্রিকেটারদের। শামি এক জন তারকা। বিশ্বের অন্যতম সেরা বোলার।’ ক্রিকেটপ্রেমী দর্শকদের কাছে তাঁর আবেদন, ‘দয়া করে তারকাদের সম্মান দিন। খেলা সবাইকে কাছাকাছি আনে, দূরত্ব তৈরি করে না।’