এই সেই ক্যাচ। ছবি টুইটার
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ড। দুর্দান্ত ছন্দে দেখা গেল কিউয়ি ক্রিকেটার গ্লেন ফিলিপসকে। অস্ট্রেলিয়ার ইনিংস চলার সময় মার্কাস স্টোয়নিসকে যে ক্যাচটিতে তিনি আউট করলেন, তা নিঃসন্দেহে বিশ্বকাপের সেরা ক্যাচ হতে পারে।
অস্ট্রেলিয়ার ইনিংসের তখন নবম ওভার চলছে। ব্যাট করছিলেন স্টোয়নিস। মিচেল স্যান্টনারের দ্বিতীয় বলে অফ সাইডের দিকে বল আকাশে তুলে দিয়েছিলেন অজ়ি অলরাউন্ডার। ডিপ কভার থেকে অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দু’হাতে বল তালুবন্দি করেন ফিলিপস। মাঠে থাকা নিউজ়িল্যান্ডের সমর্থকরা উল্লসিত হয়ে পড়েন।
Wth yaar 🥵 Glenn Philips 😬 #AUSvNZ #T20WorldCup pic.twitter.com/O68oOUFzwr
— Azan (@ally___a) October 22, 2022
তার আগে জিমি নিশামও একটি দুরন্ত ক্যাচ নেন। টিম সাউদির বল আকাশে তুলে দিয়েছিলেন মিচেল মার্শ। চোখে ফ্লাডলাইটের আলো পড়লেও শেষ মুহূর্তে জিমি নিশাম ক্যাচ ধরে নেন।