Advertisement
০৯ মে ২০২৪
David Warner

এ বারের বিশ্বকাপ নয়, ওয়ার্নারের মাথায় ঘুরছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ! কেন?

পরের বছর ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপকে লক্ষ্য করে প্রস্তুতি নিতে চান ওয়ার্নার। আগামী শীতের পর টেস্ট খেলা চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনিং ব্যাটার।

ওয়ার্নারের চোখ এখনই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

ওয়ার্নারের চোখ এখনই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ২০:৩৯
Share: Save:

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। প্রথম প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড। অথচ অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনারের নজরে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ!

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটার হয়েছিলেন ওয়ার্নার। এ বারও অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। বাঁহাতি ব্যাটারের লক্ষ্য ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা। নিউজ়িল্যান্ড ম্যাচের আগে ওয়ার্নার বলেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাব আমি। চেষ্টা করব ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলার।’’

টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। বেশ কয়েক বছর এ বার তিনি আবার খেলবেন বিগ ব্যাশ লিগে। সিডনি থান্ডার্সের সঙ্গে দু’বছরের চুক্তি হয়েছে তাঁর। বিবিএল ফ্র্যাঞ্চাইজ়িটিকে নেতৃত্বও দেবেন তিনি। ৩৫ বছরের ব্যাটার টেস্ট ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। আগামী বছর ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপেও খেলতে চান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলে ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চান।

ওয়ার্নার বলেছেন, ‘‘নিজের লক্ষ্য স্থির করে নিয়েছি। পরের বছর এক দিনের বিশ্বকাপ খেলব। এই গ্রীষ্মে এবং আগামী শীতে আমাদের কতগুলো টেস্ট ম্যাচ রয়েছে দেখতে হবে। তার পর ঠিক করব টেস্ট খেলা চালিয়ে যাব কি না। তিন ধরনের ক্রিকেট খেলার ব্যাপারে ভাবতে হবে।’’

আরও দু’বছর দাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান ওয়ার্নার। ধারাবাহিকতা বজায় রাখতে কী করছেন? ওয়ার্নার বলেছেন, ‘‘এখন আর দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ পরিশ্রম করি না। বরং যতটা সম্ভব ফিট থাকার জন্য অনেক বেশি পরিশ্রম করি। নিজেকে চটপটে রাখার জন্য পরিশ্রম করি। এই দু’টোই খুব গুরুত্বপূর্ণ। আমার মতে দীর্ঘ দিন খেলাটার মধ্যে থাকতে পারা গুরুত্বপূর্ণ বিষয়। তিন ধরনের ক্রিকেট খেলতে চাইলে ফিট এবং শক্তিশালী থাকা দরকার। আমাকে সেটা করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE