Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sunil Gavaskar

পাকিস্তানকে এখনও সেমিফাইনালে দেখছেন গাওস্কর, কী ভাবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের বাকি তিনটি ম্যাচই জিততে হবে পাকিস্তানকে। এখনও তাদের নিয়ে আশাবাদী গাওস্কর। কী করতে হবে বাবরদের, বলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

বাবরের দলকে নিয়ে এখনও আশায় গাওস্কর।

বাবরের দলকে নিয়ে এখনও আশায় গাওস্কর। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৮:১৭
Share: Save:

ভারত এবং জ়িম্বাবোয়ের কাছে হারের পর বাবর আজ়মদের তীব্র সমালোচনা চলছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বাবরদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যে বাবররা সমর্থন পেলেন ভারত থেকে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর পাকিস্তান দলের পাশে দাঁড়ালেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারার পরেও বাবরদের যোগ্যতা নিয়ে সন্দেহ নেই গাওস্করের। তিনি বলেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। পাকিস্তানের দল মোটেও দুর্বল নয়। ওদের বেশ কয়েক জন ভাল মানের ক্রিকেটার রয়েছে। দুর্দান্ত বোলার এবং ব্যাটার আছে। যে কোনও কারণেই হোক বিশ্বকাপে ওরা এখনও নিজেদের সঠিক ভাবে প্রয়োগ করতে পারেনি।’’ গাওস্করের মতে, বাবররা নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলেই বদলে যাবে পাকিস্তান দলের চেহারা। বিরাট কোহলি এবং সিকন্দর রাজা পাকিস্তানের থেকে দু’টি ম্যাচ ছিনিয়ে নিয়েছে বলে মনে করেন গাওস্কর।

৩০ অক্টোবর পার্‌থে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ রয়েছে পাকিস্তানের। রবিবারের ম্যাচ থেকেই পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার। গাওস্কর বলেছেন, ‘‘যা পরিস্থিতি প্রতিযোগিতায় আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানকে বাকি তিন ম্যাচই জিততে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ম্যাচ রয়েছে বাবরদের। এই ম্যাচটা একটু কঠিন হতে পারে। প্রতিপক্ষ হিসাবে দক্ষিণ আফ্রিকা বেশ শক্ত। ওদের বিরুদ্ধে সতর্ক থাকতেই হবে।’’

পাকিস্তানকে কিছুটা সতর্ক করে দিয়ে গাওস্কর বলেছেন, ‘‘দুটো ম্যাচ হারার পর ওদের সামনে বেশি ভুল করার সুযোগ নেই। সামনে এগোতে হলে যতটা সম্ভব ভুলহীন ক্রিকেট খেলতে হবে।’’ গাওস্করের মতে, প্রয়োজনের সময় নিজেদের প্রয়োগ করতে পারছেন না বাবররা। সেটা পারলেই অনেক ভাল ক্রিকেট খেলবে পাকিস্তান।

শোয়েব আখতার, ওয়াসিম আক্রম-সহ পাকিস্তানের একাধিক ক্রিকেটার সরব হয়েছেন। শোয়েব প্রশ্ন তুলেছেন ক্রিকেট কর্তা, জাতীয় নির্বাচকদের যোগ্যতা নিয়েই। সোজাসাপ্টা বলেছেন, ‘‘অযোগ্য লোকেরা অযোগ্য ক্রিকেটারদের বেছে নিচ্ছে।’’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা এবং প্রধান নির্বাচকের ইস্তফা চেয়েছেন প্রাক্তন জোরে বোলার। আক্রম স্বার্থপর বলে সমালোচনা করেছেন অধিনায়ক বাবরের। তাঁর অভিযোগ, খারাপ ছন্দে থাকলেও বাবর কখনও ব্যাটিং অর্ডারে নিজের জায়গা ছাড়েন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের সমালোচনা করেছেন ওয়াকার ইউনিসও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE