আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি কবে ঘোষণা করা হবে, তা জানিয়ে দিল আইসিসি। জানা গিয়েছে, আগামী ২১ জানুয়ারি এই সূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়।
পরের বার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা। ১৬টি দল খেলবে বিশ্বকাপে। মোট ৪৫টি ম্যাচ হবে। অস্ট্রেলিয়ার সাতটি মাঠ অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে খেলা হবে। আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। শেষ হবে ১৩ নভেম্বর।