দু’বছর আগে এক দিনের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সব ঠিক থাকলে পরের বছর সেই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে। আর কয়েক দিন পরে প্রকাশিত হবে সূচি। সেখানেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কোন কোন মাঠে ম্যাচ হবে তা ইতিমধ্যেই ভারতীয় বোর্ড চূড়ান্ত করে ফেলেছে বলে খবর।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, সম্প্রতি বোর্ডকর্তাদের বৈঠক হয়েছে বিশ্বকাপ নিয়ে। ঠিক হয়েছে, ২০২৩ বিশ্বকাপে যতগুলি মাঠে ম্যাচ হয়েছিল তার চেয়ে কম মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে। প্রতিটি মাঠে অন্তত ছ’টি করে ম্যাচ হতে পারে। আপাতত অহমদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বইকে বেছে নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কাও। তবে সে দেশের কোথায় ম্যাচ হবে তা এখনও ঠিক হয়নি।
বেঙ্গালুরু এবং লখনউ কোনও ম্যাচ পাবে কি না তা-ও নিশ্চিত নয়। মহিলাদের বিশ্বকাপ যে যে মাঠে হয়েছে সেখানে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না তা আগেই জানানো হয়েছে। ফলে গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইনদওর এবং নবি মুম্বই কোনও ম্যাচ পাবে না।
আরও পড়ুন:
বোর্ড জানিয়েছে, শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচটি কলম্বোয় হবে। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে, সেই ম্যাচটি অন্য কোনও দেশে খেলা হবে। ভারত এবং পাকিস্তানের বোর্ড ইতিমধ্যেই ঠিক করেছে যে আইসিসি প্রতিযোগিতায় দু’দেশের ম্যাচ নিরপেক্ষ কোনও মাঠে হবে। এখন দেখার, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোন মাঠ বেছে নেওয়া হয়।