Advertisement
০২ মে ২০২৪
Virat Kohli

জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন কোহলি, পারিবারিক সমস্যা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবেন?

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন তিনি। প্রথম টেস্টে খেলতে পারবেন তো?

Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৪:১৮
Share: Save:

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন তিনি। প্রথম টেস্টে খেলতে পারবেন তো?

সূত্রের খবর, তিন দিন আগে মুম্বই ফিরেছেন বিরাট। বোর্ডের অনুমতি নিয়ে তিন দিনের অনুশীলন ম্যাচ খেলেননি তিনি। জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন বিরাট। কী কারণে তাঁকে ফিরতে হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন বিরাট। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শুরু। সেই ম্যাচ বিরাট খেলবেন বলেই জানা গিয়েছে।

গত কয়েক মাস ধরেই জল্পনা, দ্বিতীয় বার সন্তানসম্ভবা বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই নাকি সমাজমাধ্যমের পাতায় আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিরুষ্কা। তা আর হয়নি। ভারত বিশ্বকাপ হারার পর বিরাটকে তেমন ভাবে দেখা যায়নি। ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। তবে ১৯ ডিসেম্বর সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন অনুষ্কা। সেই ভিডিয়ো দেখেই অনুরাগীদের ধারণা, ইঙ্গিতে হলেও নিজের দ্বিতীয় বার মা হওয়ার জল্পনায় সিলমোহর দিয়েই দিলেন নায়িকা। বিরাট সেই কারণেই দেশে ফিরেছেন কি না তা অবশ্য জানা যায়নি।

এ বারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। এক দিনের বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। যদিও ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি। সেই আক্ষেপ তাঁর রয়েছে। বিশ্বকাপের পর ভারত তিনটি সাদা বলের সিরিজ় খেললেও বিরাট খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের সিরিজ়েই তাঁকে দেখা যাওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE